কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজগুলির তালিকা
কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও সর্বাধিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অন্যতম। একাধিক কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত। বর্তমানে প্রায় ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এগুলি প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত।
অনুমোদনপ্রাপ্ত কলেজ তালিকা
- আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ, কলকাতা
- আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, বারুইপুর
- আনন্দমোহন কলেজ, কলকাতা
- আশুতোষ কলেজ, কলকাতা
- আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়, ডোমজুড়
- বাগনান কলেজ, বাগনান
- বঙ্গবাসী কলেজ, কলকাতা
- বঙ্গবাসী ইভনিং কলেজ, কলকাতা
- বঙ্গবাসী মর্নিং কলেজ, কলকাতা
- বঙ্কিম সর্দার কলেজ, ট্যাংরাখালি
- বারুইপুর কলেজ, বারুইপুর
- বাসন্তী দেবী কলেজ, কলকাতা
- বেহালা কলেজ, কলকাতা
- বেঙ্গল মিউজিক কলেজ, কলকাতা
- বেথুন কলেজ, কলকাতা
- ভাঙড় মহাবিদ্যালয়, ভাঙড়
- ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, কলকাতা
- বিধান চন্দ্র কলেজ, রিষড়া
- বিজয়কৃষ্ণ গার্লস’ কলেজ, হাওড়া
- বিকাশভারতী ল কলেজ, জয়রামপুর, আমতলা
- বজবজ কলেজ, কলকাতা
- ক্যালকাটা গার্লস’ বিটি কলেজ, কলকাতা
- ক্যালকাটা গার্লস কলেজ, কলকাতা
- ক্যারি ইনস্টিটিউট অফ হর্টিকালচার, কলকাতা
- চারুচন্দ্র কলেজ, কলকাতা
- চিত্তরঞ্জন কলেজ, কলকাতা
- সিটি কলেজ, কলকাতা
- সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কলকাতা
- ডেভিড হেয়ার ট্রেনিং (আইএএসই) কলেজ, কলকাতা
- দেবনারায়ণ শিক্ষা সংস্থান, সোনারপুর
- দেশবন্ধু কলেজ ফর গার্লস, কলকাতা
- ঢোলা মহাবিদ্যালয়, ঢোলা
- ধ্রুবচাঁদ হালদার কলেজ, কলকাতা
- দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, গড়িয়া, কলকাতা
- শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন (কলেজ), হাওড়া
- ডা. কানাইলাল ভট্টাচার্য কলেজ, সাঁতরাগাছি
- ইআই-বেথেল কলেজ, রসপুঞ্জ
- ফকিরচাঁদ কলেজ,ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা
- গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির, হাওড়া
- গঙ্গাধরপুর মহাবিদ্যালয়, গঙ্গাধরপুর
- গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কলকাতা
- গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ, কলকাতা
- গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়, বীরেশ্বরপুর
- গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফট, কলকাতা
- গুরুদাস কলেজ, কলকাতা
- হরিমোহন ঘোষ কলেজ, কলকাতা
- হেরম্ব চন্দ্র কলেজ, কলকাতা
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, কলকাতা
- ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন, কলকাতা
- ইনস্টিটিউট অফ জুট টেকনোলজি, কলকাতা
- জগদীশচন্দ্র বসু শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, কলকাতা
- জয়পুর পঞ্চানন রায় কলেজ, হাওড়া
- জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কলকাতা
- যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ, কলকাতা
- যোগমায়া দেবী কলেজ, কলকাতা
- কে কে দাস কলেজ, কলকাতা
- কমলা দেবী সোহনরাজ সিংভি জৈন কলেজ অফ এডুকেশন, কলকাতা
- ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ, কলকাতা
- খিদিরপুর কলেজ, কলকাতা
- কিশোরভারতী ভগিনী নিবেদিতা (কো-এড) কলেজ, কলকাতা
- কুলতলি ড. বি. আর. আম্বেডকর কলেজ, কুলতলি
- লেডি ব্র্যাবোর্ন কলেজ, কলকাতা
- লালবাবা কলেজ, হাওড়া
- লরেটো কলেজ, কলকাতা
- মগরাহাট কলেজ, মগরাহাট
- মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, কলকাতা
- মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, কলকাতা
- মহারানি কাশীশ্বরী কলেজ, কলকাতা
- মহেশতলা কলেজ, কলকাতা
- মহীতোষ নন্দী মহাবিদ্যালয়, জাঙ্গিপাড়া
- মেটিয়াবুরুজ কলেজ, কলকাতা
- মৌলানা আজাদ কলেজ, কলকাতা
- মিল্লি আল-আমিন কলেজ ফর গার্লস, কলকাতা
- মুরলীধর গার্লস’ কলেজ, কলকাতা
- নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, কলকাতা
- নবগ্রাম হীরালাল পাল কলেজ, কোন্নগর
- নরসিংহ দত্ত কলেজ, হাওড়া
- নেতাজিনগর কলেজ (ইভনিং),কলকাতা
- নেতাজিনগর কলেজ ফর ইউমেন, কলকাতা
- নেতাজী নগর ডে কলেজ, কলকাতা
- নিউ আলিপুর কলেজ, কলকাতা
- পঞ্চুর কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা
- পরমেশ্বর মহাবিদ্যালয় (বিএড), দক্ষিণ চব্বিশ পরগনা
- পাথরপ্রতিমা মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- প্রভু জগৎবন্ধু কলেজ, হাওড়া
- প্রফুল্লচন্দ্র কলেজ, কলকাতা
- প্রশান্তচন্দ্র মহলানবিশ মহাবিদ্যালয় (পূর্বনাম: বনহুগলি কলেজ অফ কমার্স), বরানগর
- পুরাশ কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়, হাওড়া
- রবিন মুখোপাধ্যায় কলেজ, কলকাতা
- রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, মল্লিকপুর
- রায়দিঘি বিএড কলেজ, রায়দিঘি
- রায়দিঘি কলেজ, রায়দিঘি
- রাজা প্যারিমোহন কলেজ, উত্তরপাড়া
- রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি, নরেন্দ্রপুর
- রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, নরেন্দ্রপুর
- রামকৃষ্ণ মিশন শিক্ষণমন্দির, বেলুড় মঠ, হাওড়া
- রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ, হাওড়া
- রামমোহন কলেজ, কলকাতা
- রামসদয় কলেজ, আমতা
- রানি বিড়লা গার্লস’ কলেজ, কলকাতা
- শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, কলকাতা
- সাধনচন্দ্র মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- সাগর মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- শহিদ অনুরূপচন্দ্র মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- সম্মিলনী মহাবিদ্যালয়, কলকাতা
- সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ, বড়খোলা
- সংস্কৃত কলেজ, কলকাতা
- সরিষা বিএড কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা
- সরশুনা কলেজ, কলকাতা
- সাবিত্রী গার্লস’ কলেজ, কলকাতা
- স্কটিশ চার্চ কলেজ, কলকাতা
- শ্রীঅগ্রসেন কলেজ, লিলুয়া
- শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর
- শ্রীরামপুর গার্লস’ কলেজ, শ্রীরামপুর
- শেঠ সুরজমল জালান গার্লস কলেজ, কলকাতা
- শিরাকোল মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- শিবনাথ শাস্ত্রী কলেজ, কলকাতা
- শ্রী শিক্ষায়তন কলেজ, কলকাতা
- স্যার গুরুদাস মহাবিদ্যালয়, কলকাতা
- সোনারপুর মহাবিদ্যালয়, সোনারপুর
- সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, কলকাতা
- সাউথ ক্যালকাটা ল কলেজ, কলকাতা
- শোভারানি মেমোরিয়াল কলেজ, জগৎবল্লভপুর
- সেন্ট পল’স ক্যাথিড্রাল মিশন কলেজ, কলকাতা
- সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
- স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, কলকাতা
- সুকান্ত কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা
- সুন্দরবন আশুতোষ বিএড কলেজ ফর উইমেন, দক্ষিণ চব্বিশ পরগনা
- সুন্দরবন হাজি দেসারাত কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা
- সুন্দরবন মহাবিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা
- সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন, কলকাতা
- সুরেন্দ্রনাথ ইভনিং কলেজ, কলকাতা
- সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজ, আনন্দনগর
- সুরেন্দ্রনাথ ল কলেজ, কলকাতা
- সুরেন্দ্রনাথ কলেজ, কলকাতা
- সুশীল কর কলেজ, চম্পাহাটি
- স্বামী নিঃসম্বলানন্দ গার্লস’ কলেজ, ভদ্রকালী
- শ্যামাপ্রসাদ কলেজ, কলকাতা
- শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, অযোধ্যা
- তারাদেবী হরখচন্দ কঙ্করিয়া জৈন কলেজ, কলকাতা
- উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়, কলকাতা
- উলুবেড়িয়া কলেজ, উলুবেড়িয়া
- উমেশচন্দ্র কলেজ, কলকাতা
- ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, কলকাতা
- বিদ্যানগর কলেজ, চড়াশ্যামদাস, আমতলা, দক্ষিণ চব্বিশ পরগনা
- বিদ্যাসাগর কলেজ ফর উইমেন, কলকাতা
- বিদ্যাসাগর কলেজ, কলকাতা
- বিদ্যাসাগর ইভনিং কলেজ, কলকাতা
- বিদ্যাসাগর মহাবিদ্যালয়, মাসাত
- বিহারীলাল কলেজ ফর হোম অ্যান্ড সোসাল সায়েন্স, কলকাতা
- বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, কলকাতা
- বিবেকানন্দ মহিলা মহাবিদ্যালয়, কলকাতা
- বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর, কলকাতা
- বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বি.এড. কলেজ, হাওড়া
- উইমেন’স খ্রিস্টান কলেজ, কলকাতা
- উইমেন’স কলেজ, কলকাতা
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.