কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র
কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র ভারতীয় প্রজাতন্ত্রের একটি অধুনালুপ্ত লোকসভা (সংসদীয়) কেন্দ্র। এই কেন্দ্রটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পূর্ব অংশে অবস্থিত ছিল। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশানুসারে এই কেন্দ্রটি বর্তমানে অবলুপ্ত; কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রটির সঙ্গে মিলিত হয়ে এটি এখন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অংশ।[1]
বিধানসভা কেন্দ্র
কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলি নিয়ে গঠিত ছিল:[2]
নির্বাচনী ফলাফল
বছর | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||
---|---|---|---|---|
প্রার্থী | দল | প্রার্থী | পার্টি | |
১৯৭৭ [3] | প্রতাপচন্দ্র চন্দ্র | ভারতীয় লোক দল | হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি |
১৯৮০ | সুনীল মৈত্র | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | অজিতকুমার পাঁজা | ভারতীয় জাতীয় কংগ্রেস (আই) |
১৯৮৪ | অজিতকুমার পাঁজা | ভারতীয় জাতীয় কংগ্রেস | সুনীল মৈত্র | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৮৯ | অজিতকুমার পাঁজা | ভারতীয় জাতীয় কংগ্রেস | সত্যসাধন চক্রবর্তী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৯১ | অজিতকুমার পাঁজা | ভারতীয় জাতীয় কংগ্রেস | প্রতাপচন্দ্র চন্দ্র | জনতা দল |
১৯৯৬ | অজিতকুমার পাঁজা | ভারতীয় জাতীয় কংগ্রেস | দীপেন ঘোষ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৯৮ | অজিতকুমার পাঁজা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | প্রশান্ত চট্টোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৯৯ | অজিতকুমার পাঁজা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | মহম্মদ সেলিম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
2004 | মহম্মদ সেলিম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | অজিতকুমার পাঁজা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
তথ্যসূত্র
- "Press Note, Delimitation Commission" (পিডিএফ)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯।
- "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০০৮-১০-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০১।
- "22 - Calcutta North East Parliamentary Constituency"। West Bengal। Election Commission of India। ২০০৫-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৩।
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.