কলকাতার হ্যারি
কলকাতার হ্যারি হলো ২০২২ সালের একটি ভারতীয় বাংলা ভাষার হাস্যরসাত্মক শিশুতোষ চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ[1] এবং সোহম'স এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহম চক্রবর্তী।[2] চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার।[3][4]
কলকাতার হ্যারি | |
---|---|
পরিচালক | রাজদীপ ঘোষ |
প্রযোজক | সোহম চক্রবর্তী |
রচয়িতা | রোহিত দে সৌম্য নন্দী |
শ্রেষ্ঠাংশে | সোহম চক্রবর্তী প্রিয়াঙ্কা সরকার |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | গোপী ভগৎ |
সম্পাদক | শুভজিৎ সিংহ |
প্রযোজনা কোম্পানি | সোহম'স এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | জি৫ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- সোহম চক্রবর্তী
- প্রিয়াঙ্কা সরকার
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- রাজ চক্রবর্তী
- লাবণী সরকার
- সুদীপা বসু
- ঐশিকা গুহঠাকুরতা
- অরিন্দম গাঙ্গুলি
- অনির্বাণ সিকদার
সাউন্ডট্র্যাক
কলকাতার হ্যারি | ||
---|---|---|
জিৎ গাঙ্গুলী কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||
মুক্তির তারিখ | ১৮ এপ্রিল ২০২২[5] | |
শব্দধারণের সময় | ২০২১ | |
শব্দধারণকেন্দ্র | প্লেহেড স্টুডিও | |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |
দৈর্ঘ্য | ১৫:৪৬ | |
ভাষা | বাংলা | |
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক বাংলা | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে কলকাতার হ্যারি - সম্পূর্ণ অ্যালবাম |
ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে" | সোহম চক্রবর্তী এবং কোরাস | ২:৫৬ |
২. | "হঠাৎ মনে বৃষ্টি" | জিৎ গাঙ্গুলী | ২:৪৫ |
৩. | "তারা খসা রাত" | নিকিতা গান্ধী | ৪:৩৩ |
৪. | "ফিরে তাকাও" | ঊষা উথুপ | ২:০৫ |
৫. | "শহরে আছে একটা বুড়ো" | রূপঙ্কর বাগচী | ৩:৪০ |
মোট দৈর্ঘ্য: | ১৫:৪৬ |
মুক্তি
চলচ্চিত্রটি ৬ মে ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
তথ্যসূত্র
- "Priyanka Sarkar chats about her film 'Kolkatar Harry'"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।
- "Bling Central: Kolkatar Harry premiere is magical"। www.indulgexpress.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।
- "Kolkata's own Harry Potter coming to big screens on May 6 - Times of India"। The Times of India।
- "Kolkata'r Harry (2022) - Review, Star Cast, News, Photos"। Cinestaan। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।
- "Kolkatar Harry– Original Motion Picture Soundtrack"। Jiosaavn। ১৮ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কলকাতার হ্যারি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.