কর্মধা ইউনিয়ন
কর্মধা ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
কর্মধা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
কর্মধা ইউনিয়ন পরিষদ | |
কর্মধা ইউনিয়ন কর্মধা ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৪°২৬′৮.০০২″ উত্তর ৯২°৪′৪.০০১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কুলাউড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মহিবুল ইসলাম আজাদ |
আয়তন | |
• মোট | ৯,৯১০ হেক্টর (২৪,৪৮০ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩৭,৩৫৯ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (৯৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৬৫ ৫৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কর্মধা। পশ্চিমে পৃথিমপাশা ইউনিয়ন দক্ষিণে ও পূূূর্বে ভারতের আসাম, উত্তরে কুলাউড়া ইউনিয়ন।
নামকরণের ইতিহাস
কর্মধা নামকরণের কোনও ইতিহাস গ্রন্থ পাওয়া যায়নি। তবে এ অঞ্চলের প্রবীণ ব্যক্তিদের মত কর্মধা নামকরণ হয় সৈয়দ করম আলীর নামে। সৈয়দ করম আলীকে এলাকার সাধারণ মানুষ সম্মান করে করম দা বলে ডাকত। করম দা থেকে কর্মধা নামের উৎপত্তি । সৈয়দ করম আলীর পৈতৃক বসতবাড়ি পার্শ্ববর্তী রাজনগর থানায়। সৎ মায়ের উপর অভিমান করে তিনি লংলা অঞ্চলে চলে আসেন। তাঁর পিতার নাম সৈয়দ সাদরঙ শাহ। তিনি শাহ জালাল ইয়েমেনির অন্যতম সহযোগী ছিলেন।
আয়তন ও জনসংখ্যা
২৪৪৮৫ একর
১৫৫৫২ পরুষ
১৫৪৮১ মহিলা
আদম শুমারী ২০০১
শিক্ষা
শিক্ষার হার: ৩০ %
শিক্ষাপ্রতিষ্ঠান
- কর্মধা উচ্চ বিদ্যালয়
- কর্মধা টাইটেল মাদ্রাসা
- হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়।
- বাবনিয়া হাসিমপুর দাখিল মাদ্রাসা
দর্শনীয় স্থান
- মুরাইছড়া ইকোপাার্ক
- কালা পাহাড় (ষাড়েরগজ পাহাড়)
- রাঙ্গিছড়া চা বাগান
- খাসিয়া পুঞ্জি।
জনপ্রতিনিধি
ক্রমিক | নাম- | মেয়াদ- | |
---|---|---|---|
০১ | মোহাম্মদ ইলিম | ১৯৬২ | |
০২ | ইয়াকুব আলী | ||
০৩ | নজিব আলী | ||
০৪ | উছমান গনি | ||
০৫ | আছদ্দর আলী | ||
০৬ | আব্দুশ শহিদ বাবুল | ২০০৩-২০১৬ | |
০৭ | আতিকুর রহমান | ২০১৬-২০২১ | |
০৮ | মুহিবুল ইসলাম আজাদ | ২০২২ |
*এখানে শুধু মাত্র নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণের নামের তালিকা দেওয়া আছে। নিয়োগ প্রাপ্ত বা ভারপ্রাপ্তদের নামের তালিকা নেই।
তথ্যসূত্র
- "কর্মধা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- "কুলাউড়া উপজেলা"। বাংলাপিডিয়া। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।