কর্তা–কর্ম–ক্রিয়া

কর্তা–কর্ম–ক্রিয়া হলো একটি ব্যাকরণিক পদক্রম যাতে বাক্যের শুরুতে কর্তা, তারপর কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে। বাংলা ভাষায় সাধারণত সব ধরনের পদক্রম ব্যবহৃত হলেও মূলত তা কর্তা–কর্ম–ক্রিয়া পদক্রম অনুসরণকারী ভাষা।

বাক্যের মধ্যস্থিত কর্তা,কর্ম ও ক্রিয়া পৃথকীকরণ

পদক্রম

অন্যান্য সকল ধরনের পদক্রমের মধ্যে কর্তা–কর্ম–ক্রিয়া পদক্রম হলে সর্বাধিক ভাষায় ব্যবহৃত যা প্রায় ৪৫% ভাষায় রয়েছে। এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে কর্তা-ক্রিয়া-কর্ম পদক্রম।

যেসকল ভাষার ব্যাকরণ কর্তা–কর্ম–ক্রিয়া পদক্রম অনুসরণ করে: আইনু, আক্কাদিয়, আমহারিক, আর্মেনীয়, অসমীয়া, আসিরিয়, আইমারা, আজারবাইজানি, বাস্ক , বাংলা, বার্মি, বুরুশস্কি, চেরোকি, ডাকোটা, ডগান ভাষা, এলামিতে, প্রাচীন গ্রিক, গুজরাটি, হাজং, হিন্দি, মারাঠি, হিটিটি, হোপি, ইজোয়েড ভাষা, ইটেলমেন, জাপানি, কাজাখ, কিরগিজ কোরীয়, কুর্দি, ধ্রুপদী লাতিন, লাকোটা, মাঞ্চু, মান্দে ভাষা, মারাঠি মেইতেই, মঙ্গোলীয় নাভাজো, নেপালি, নেপাল, নিভখ, নোবিইন, ওমাহা, পালি, পশতু, ফার্সি, পাঞ্জাবি, কুইচুয়া, সেনুফো ভাষা, সেরি, সিসিলীয়, সিন্ধি, সিংহলী, সুনোয়ার এবং অন্যান্য ইন্দো-ইরানি ভাষা, সোমালি এবং প্রায় অন্যান্য কুশিটিক ভাষা, সুমেরীয়, তিব্বতী এবং প্রায় অন্যান্য তিব্বতো-বর্মন ভাষা, কন্নড়, মালয়ালম তামিল, তেলুগু এবং অন্যান্য দ্রাবিড় ভাষা, তিগ্রিনিয়া, তুর্কি এবং অন্যান্য তুর্কি ভাষা, উর্দু, প্রায় সব উতো-আজতেকান ভাষা, উজবেক, ইউকাঘির এবং প্রায় সকল ককেশীয় ভাষা

তথ্যসূত্র

  1. Meyer, Charles F. (২০১০)। Introducing English Linguistics International (Student সংস্করণ)। Cambridge University Press।
  2. Tomlin, Russell S. (১৯৮৬)। Basic Word Order: Functional Principles। London: Croom Helm। পৃষ্ঠা 22। আইএসবিএন 9780709924999। ওসিএলসি 13423631
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.