করগাঁও ইউনিয়ন, নবীগঞ্জ
করগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
করগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() করগাঁও ![]() ![]() করগাঁও | |
স্থানাঙ্ক: ২৪°৩৬′৩৩.৯৯৮″ উত্তর ৯১°২৯′২৪.০০০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | নবীগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | নির্মলেন্দু দাশ রানা |
আয়তন | |
• মোট | ৫,৯১৪ হেক্টর (১৪,৬১৩ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৯,৫১৮ |
• জনঘনত্ব | ৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৩১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ৭৭ ৬৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন করগাঁও যেটি নবীগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে পশ্চিম বড়ভাকৈর ও পূর্ব বড়ভাকৈর ইউনিয়ন, পশ্চিমে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন, পূর্বে ইনাতগঞ্জ ও কুর্শি ইউনিয়ন এবং দক্ষিনে নবীগঞ্জ সদর ইউনিয়ন অবস্থিত।
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ১৪৫৯৮ একর।
শিক্ষা
শিক্ষার হার : ৩৮.৩১%।
শিক্ষা
গ্রন্থাগার
ক্র: | নাম | প্রতিষ্ঠা | প্রতিষ্ঠাতা | গ্রাম |
---|---|---|---|---|
০১ | বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার | ২০১৫ | ১. রত্নদীপ দাস
২.রত্নেশ্বর দাস |
মুক্তাহার |
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- বাবু নির্মলেন্দু দাশ রানা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | বাবু লাবণ্য চৌধুরী | ১৯৬০-১৯৬৫ |
০২ | বাবু লাবণ্য চৌধুরী | ১৯৬৫-১৯৬৭ |
০৩ | ডা. কুটিশ্বর দাশ | ১৯৬৭-১৯৭২ |
০৪ | বাবু নিবারন চন্দ্র চৌধুরী | ১৯৭২-১৯৭৩ |
০৫ | জনাব নূরুল ইসলাম চৌধুরী | ১৯৭৩-১৯৭৭ |
০৬ | জনাব আব্দুর রউফ | ১৯৭৭-১৯৮২ |
০৭ | বাবু সুকুমার দাশ | ১৯৮২-১৯৮৭ |
০৮ | জনাব নূরুল ইসলাম চৌধুরী | ১৯৮৭-১৯৯২ |
০৯ | বাবু সুকুমার দাশ | ১৯৯২-১৯৯৭ |
১০ | বাবু সুকুমার দাশ | ১৯৯৭-২০০৩ |
১১ | বাবু সুকুমার দাশ | ২০০৩-২০১১ |
১২ | জনাব ছাইম উদ্দিন | ২০১১-২০১৬ |
১৩ | জনাব ছাইম উদ্দিন | ২০১৬-২০২২ |
১৪ | বাবু নির্মলেন্দু দাশ রানা | ২০২২-বর্তমান |
তথ্যসূত্র
- "করগাঁও ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- "নবীগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.