কমলগঞ্জ ইউনিয়ন

কমলগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

কমলগঞ্জ
ইউনিয়ন
৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ।
কমলগঞ্জ
কমলগঞ্জ
বাংলাদেশে কমলগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২০′৫৫.০০০″ উত্তর ৯১°৪৮′৫১.৯৯৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলাকমলগঞ্জ উপজেলা 
সরকার
  চেয়ারম্যানআব্দুল হান্নান
আয়তন
  মোট১৪ বর্গ মাইল বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
  মোট২৫,০০০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ৫৬ ৩৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

কমলগঞ্জ ইউনিয়নের উত্তরে রহিমপুর ইউনিয়ন, দক্ষিণে মাধবপুর ইউনিয়, পূর্বে শমসেরনগর ইউনিয়ন, পশ্চিমে শ্রীমঙ্গল উপজেলা অবস্থিত।

ইতিহাস

১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য, কমলগঞ্জ সদর ইউনিয়ন এর প্রথম চেয়ারম্যান, দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে কমলগঞ্জ সদর ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়। ২০০২ সালে কমলগঞ্জ সদর ইউনিয়ন কাউন্সিল কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য ০.৬২ একর জমি দান করেন দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মুহিবুর রহমান এমএনএ।

প্রশাসনিক এলাকা

গ্রাম সমূহ:-

তিলকপুর জামির কোনা রাজাগাঁও
বাল্লারপার লংগুরপার উজিপুর
ফুলবাড়ী চা বাগান মাগুরছড়াপুঞ্জি গন্ডমারা
দক্ষিণ বালিগাঁও পশ্চিম ভানুগাছহিল করাতি
উত্তর বালিগাঁও উত্তর রাজটিলা পশ্চিম কুমড়াকাপন
বাগমারা দক্ষিণ রাজটিলা নারায়নপুর
ভেড়াছড়া বনগাঁও ছাতকছড়া
কান্দিগাঁও বাদেউবাহাটা সরইবাড়ী
কালাছড়া চৈতন্যগঞ্জ ছতিয়া
রামপুর রামপাশা

আয়তন ও জনসংখ্যা

আয়তন– ১৪ বর্গ মাইল। লোকসংখ্যা– ২৫০০০ জন।

শিক্ষা

শিক্ষার হার : ৫৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৬টি
  • বেসরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৭টি
  • উচ্চ বিদ্যালয় ১টি
  • মাদ্রাসা ৩টি

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- আব্দুল হান্নান

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মোহাম্মদ মুহিবুর রহমান

(সাবেক জাতীয় পরিষদ সদস্য) রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব

(১৯৬০-৭০)
ইসমাইল হোসেন
০৩ আব্দুল মালিক
০৪ মোহাম্মদ মুহিবুর রহমান

(সাবেক জাতীয় পরিষদ সদস্য) রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব

(১৯৭৭-৯০)
০৫ মুজিবুর রহমান
০৬ আছলম ইকবাল মিলন
০৭ মোহাম্মদ মুহিবুর রহমান

(সাবেক জাতীয় পরিষদ সদস্য) রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব

(১৯৯৮-২০০২)
০৮ গোলাম কিবরিয়া
০৯ আব্দুল হান্নান ৯ আগস্ট ২০১৬-চলমান

তথ্যসূত্র

  1. "কমলগঞ্জ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
  2. "কমলগঞ্জ উপজেলা"বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.