কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার

কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি প্রদত্ত একটি পুরস্কার। দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের শিশু সাহিত্যের জনপ্রিয় লেখকদের অবদানের স্বীকৃতি প্রদান উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর অর্থায়নে এই পুরস্কার প্রদান করা হয়।[1]

কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার
বিবরণশিশুসাহিত্যে অবদানের জন্য
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবাংলা একাডেমি
পুরস্কারএক লক্ষ টাকা
প্রথম পুরস্কৃত২০০৪-বর্তমান
ওয়েবসাইটbanglaacademy.org.bd

পুরস্কার প্রাপ্তগণ

  1. এখলাসউদ্দিন আহমদ (২০০৪)[1]
  2. আনোয়ারা সৈয়দ হক (২০০৬)[1]
  3. ফয়েজ আহমেদ (২০০৮)[1]
  4. সুকুমার বড়ুয়া (২০১০)[1]
  5. মাহমুদুল্লাহ (২০১৩)[1]
  6. আখতার হুসেন (২০১৫)[1][2]
  7. হায়াৎ মামুদ (২০১৭)[1][3]
  8. শাহরিয়ার কবির (২০২০)[1][4]

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি প্রদত্ত অন্যান্য পুরস্কার"banglaacademy.org.bd
  2. "বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা"দৈনিক কালের কণ্ঠ। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১
  3. "বাংলা একাডেমির ৪ পুরস্কার ঘোষণা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১
  4. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা"সময় টিভি। ২০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.