কবির খান

মোহাম্মদ কবির খান (পশতু: محمد کبير خان; জন্ম: ১২ এপ্রিল, ১৯৭৪) পেশোয়ারে জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান ও বামহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ ও একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন।

কবির খান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ কবির খান
জন্ম (1974-04-12) ১২ এপ্রিল ১৯৭৪
পেশোয়ার, নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩২)
২৬ আগস্ট ১৯৯৪ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৭ ফেব্রুয়ারি ১৯৯৫ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৯৫)
১১ সেপ্টেম্বর ১৯৯৪ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২৭ আগস্ট ২০০০ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৫–২০০৫হাবিব ব্যাংক লিমিটেড
১৯৯৩–১৯৯৪হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন
১৯৯০–২০০৪পেশোয়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ১১৪ ৯৩
রানের সংখ্যা ২৪ ১০ ১,৪৫৯ ২৫৭
ব্যাটিং গড় ৮.০০ ১০.০০ ১৩.৩৮ ৬.৯৪
১০০/৫০ / / /৩ /
সর্বোচ্চ রান ১০ ৬৬* ২৭
বল করেছে ৬৫৫ ৩৭১ ১৭,২৩০ ৩,৯৪৬
উইকেট ১২ ৪৩৭ ১১৪
বোলিং গড় ৪১.১১ ২৫.২৫ ২১.১৮ ২৫.১৪
ইনিংসে ৫ উইকেট ২৬
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৬ ২/২৩ ৮/৫২ ৪/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ১/ ১/ ৪৪/ ২০/
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ সেপ্টেম্বর ২০১৬

সেপ্টেম্বর, ২০১৪ সাল পর্যন্ত তিনি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এরপূর্বে আফগানিস্তান বোর্ডের ব্যবস্থাপনা পরিষদের সাথে মতবিরোধ ঘটিয়ে পদত্যাগ করেন ও পরে তাকে পুনরায় ৩ বছরের জন্য জাতীয় দল পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। ২০১০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় আফগানিস্তান দলের অংশগ্রহণে কবির খান মূখ্য ভূমিকা পালন করেছেন বলে মনে করা হয়।

কোচিং

২০০৫ সালের শেষার্ধ্বে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন কবির। এরপর তিনি হাবিব ব্যাংক লিমিটেড ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হন ও অভিজ্ঞতা অর্জন শেষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলে কোচের দায়িত্ব পালন করেন। ইসিবি’র অধীনে তৃতীয় স্তরের কোচের পরীক্ষায় কৃতকার্য হন তিনি।

১৯ আগস্ট, ২০১০ তারিখ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের স্কটল্যান্ড সফরে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ও মত বিরোধের কারণে তিনি কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।[1] তখন আফগানিস্তান দল আন্তঃমহাদেশীয় কাপে শীর্ষস্থানে অবস্থান করছিল ও একদিনের ক্রিকেটে ১৩শ অবস্থানে ছিল। পরবর্তীতে ২ অক্টোবর, ২০১০ তারিখে তিনি সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব পান। ৩১ ডিসেম্বর, ২০১১ তারিখে তিন বছর মেয়াদে আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হন।

তথ্যসূত্র

  1. "Dispute with board ends Kabir Khan's coaching tenure"। ২৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

পূর্বসূরী
তাজ মালিক
রশীদ লতিফ
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ
২০০৮-২০১০
২০১১-২০১৪
উত্তরসূরী
রশীদ লতিফ
অ্যান্ডি মোলস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.