কবিরাজ

যে সমস্ত মানুষ সনাতনী ওষুধ চর্চা করেন সাধারণ ভাষায় তাদের কবিরাজ বলা হয়।[1] কবিরাজরা সাধারণত বংশ পরম্পরয় সনাতনী ওষুধের চর্চা করে থাকে।

কবিরাজরা সনাতনী ওষুধ ব্যবস্থার ধারক, বাহক এবং একে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখে। সাধারণত কবিরাজরা সনাতনী ওষুধ ব্যবস্থায় গাছ-গাছড়া ব্যবহার করে লোকচিকিৎসা দিয়ে থাকে। এছাড়া তারা প্রাণীজ ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন প্রাকৃতিক দ্রব্য দিয়ে সনাতনী ওষুধ ব্যবস্থায় চিকিৎসা করে থাকেন। [2]

আরো দেখুন

  • কবিরাজ, অনুরূপ শব্দ শিরোনাম কিন্তু ব্যুৎপত্তিগতভাবে ভিন্ন
  • বৈদ্য

তথ্যসূত্র

  1. Biswas AS, Siraj MA, Saifuzzaman M, Rahman M, Khatun A, Hossain A, Khalid AA, Das KK, Yasmin F. Bioactivity of Xanthium indicum koen. (Compositae) leaf. Pharmacology Online, 2014; 1: 21-28.
  2. Siraj MA, Salahuddin M, Rahman M, Khatun A, Yasmin F. Investigation of analgesic and antioxidant activity of ethanolic extract of the leaf and bark of Streblus asper Lour. International Research Journal of Pharmacy, 2013; 4(1): 262-266.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.