কবিরহাট পৌরসভা
কবিরহাট পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
কবিরহাট | |
---|---|
পৌরসভা | |
কবিরহাট পৌরসভা | |
কবিরহাট | |
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°১২′১৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কবিরহাট উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১ ডিসেম্বর, ১৯৯৭ |
সরকার | |
• পৌর মেয়র | জহিরুল হক রায়হান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১০.৯৩ বর্গকিমি (৪.২২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৪৪৮ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬১.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০৭ |
আয়তন
কবিরহাট পৌরসভার আয়তন ১০.৯৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার জনসংখ্যা ১৭,৪৪৮ জন।[1]
অবস্থান ও সীমানা
কবিরহাট উপজেলার মধ্যাংশে কবিরহাট পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, পশ্চিমে সুন্দলপুর ইউনিয়ন, দক্ষিণে ঘোষবাগ ইউনিয়ন, পূর্বে ধানশালিক ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বাটইয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
কবিরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এটি একটি খ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক কবিরহাট পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | এনায়েতপুর, জোনাদপুর |
২নং ওয়ার্ড | পূর্ব ফতেহপুর |
৩নং ওয়ার্ড | পশ্চিম ফতেহজানপুর |
৪নং ওয়ার্ড | পূর্ব ফতেহজানপুর |
৫নং ওয়ার্ড | পূর্ব ঘোষবাগ |
৬নং ওয়ার্ড | ইন্দ্রপুর |
৭নং ওয়ার্ড | দক্ষিণ ঘোষবাগ |
৮নং ওয়ার্ড | আলীপুর, মধ্য ঘোষবাগ |
৯নং ওয়ার্ড | উত্তর ঘোষবাগ |
প্রতিষ্ঠাকাল
১ ডিসেম্বর, ১৯৯৭ সালে কবিরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার স্বাক্ষরতার হার ৬১.৭%।[1] এ পৌরসভায় ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ[2]
মাধ্যমিক বিদ্যালয়[3]
- কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
- কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[4]
- কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কবিরহাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলীপুর ঘোষবাগ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কবিরহাট শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে কবিরহাট শহর থেকে দ্রুত ঢাকা ও চট্টগ্রাম পৌঁছানো যাবে।
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[5]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
জহিরুল হক রায়হান[6] | মেয়র | |
মোঃ এছাক | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
মোঃ জাহাঙ্গীর আলম | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
মোঃ সেলিম | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
মোহাম্মদ হানিফ মিয়া | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
আবুল বাসার বাবুল | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
সফি উল্যাহ | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
মোঃ ওয়াজি উল্যাহ ভুঁইয়া | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
নুর ইসলাম রয়েল | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
মোঃ দেলোয়ার হোসেন | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
সালমা সুলতানা বীথি | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
কাজল আক্তার | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- "কলেজ, কবিরহাট পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- "মাধ্যমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- "প্রাথমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- "বর্তমান পরিষদ, কবিরহাট পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- "মেয়র, কবিরহাট পৌরসভা"। kabirhat.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।