কচ্ছপিয়া ইউনিয়ন

কচ্ছপিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন

কচ্ছপিয়া
ইউনিয়ন
৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ
কচ্ছপিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কচ্ছপিয়া
কচ্ছপিয়া
কচ্ছপিয়া বাংলাদেশ-এ অবস্থিত
কচ্ছপিয়া
কচ্ছপিয়া
বাংলাদেশে কচ্ছপিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°১১′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলারামু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানআবু মোহাম্মদ ইসমাঈল নোমান
জনসংখ্যা
  মোট২৮,৩৩৬
সাক্ষরতার হার
  মোট২১.৯৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৩০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

কচ্ছপিয়া ইউনিয়নের আয়তন ১০,৭৭০ একর (৪৩.৫৮ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচ্ছপিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৮,৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৯৮ জন এবং মহিলা ১৩,৮৩৮ জন।[2]

অবস্থান ও সীমানা

রামু উপজেলার সর্ব-পূর্বে কচ্ছপিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে গর্জনিয়া ইউনিয়ন, পশ্চিমে কাউয়ারখোপ ইউনিয়নবান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, দক্ষিণে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

কচ্ছপিয়া ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[2]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড কচ্ছপিয়া, ঘিলাতলী
২নং ওয়ার্ড দোছড়ি
৩নং ওয়ার্ড তিতারপাড়া
৪নং ওয়ার্ড শুকমুনিয়া, ছোট জাংছড়ি (আংশিক)
৫নং ওয়ার্ড জাংছড়ি, বড় জাংছড়ি (আংশিক), ফাক্রিকাটা (আংশিক), তুলাতলী (আংশিক)
৬নং ওয়ার্ড ফাক্রিকাটা (আংশিক), শহর আলীর চর, ডাকভাংগা, তুলাতলী (আংশিক)।
৭নং ওয়ার্ড হাজীরপাড়া, ছোট জাংছড়ি (আংশিক), ডাক্তারকাটা
৮নং ওয়ার্ড বড় জাংছড়ি (আংশিক), মৌলভীরকাটা
৯নং ওয়ার্ড দক্ষিণ মৌলভীরকাটা

শিক্ষা ব্যবস্থা

কচ্ছপিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৭%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ১টি কওমি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কচ্ছপিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত শিক্ষায় পিছিয়ে থাকা নাপিতের চর এলাকায় শিক্ষা ব্যবস্থার প্রসার,কচ্ছপিয়া ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে-নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমি দাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী,গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান-মরহুম ছুরুত আলম চৌধুরী।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়[3]
মাদ্রাসা
  • মাদ্রাসাতুচ্ছুফফাহ দারুল উলুম হেফজখানা ও এতিমখানা
  • আল গিফারী (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসা[4]
প্রাথমিক বিদ্যালয়
  • নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় জাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৌলভীরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

কচ্ছপিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল রামু-কচ্ছপিয়া সড়ক এবং নাইক্ষ্যংছড়ি-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

কচ্ছপিয়া ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে বড় জাংছড়ি খাল, দোছড়ি খাল এবং ছোট জাংছড়ি খাল।[6]

হাট-বাজার

কচ্ছপিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল গর্জনিয়া বাজার এবং দোছড়ি বাজার।[7]

দর্শনীয় স্থান

  • ঐতিহাসিক শাহসুজা সড়ক[8]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আবু মোহাম্মদ ইসমাঈল নোমান[9]

আরও দেখুন

  1. "রামু উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  3. "মাধ্যমিকবিদ্যালয় - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd
  4. "মাদ্রাসা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=01%5B%5D
  6. "খাল ও নদী - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  7. "হাট বাজারের তালিকা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd
  8. "দর্শনীয়স্থান - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  9. "আবু মো:ইসমাঈল (নোমান) - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"kacchapiaup.coxsbazar.gov.bd। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.