কচ্ছপিয়া ইউনিয়ন
কচ্ছপিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
কচ্ছপিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ | |
কচ্ছপিয়া কচ্ছপিয়া | |
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°১১′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আবু মোহাম্মদ ইসমাঈল নোমান |
জনসংখ্যা | |
• মোট | ২৮,৩৩৬ |
সাক্ষরতার হার | |
• মোট | ২১.৯৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
কচ্ছপিয়া ইউনিয়নের আয়তন ১০,৭৭০ একর (৪৩.৫৮ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচ্ছপিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৮,৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৯৮ জন এবং মহিলা ১৩,৮৩৮ জন।[2]
অবস্থান ও সীমানা
রামু উপজেলার সর্ব-পূর্বে কচ্ছপিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে গর্জনিয়া ইউনিয়ন, পশ্চিমে কাউয়ারখোপ ইউনিয়ন ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, দক্ষিণে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কচ্ছপিয়া ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[2]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | কচ্ছপিয়া, ঘিলাতলী |
২নং ওয়ার্ড | দোছড়ি |
৩নং ওয়ার্ড | তিতারপাড়া |
৪নং ওয়ার্ড | শুকমুনিয়া, ছোট জাংছড়ি (আংশিক) |
৫নং ওয়ার্ড | জাংছড়ি, বড় জাংছড়ি (আংশিক), ফাক্রিকাটা (আংশিক), তুলাতলী (আংশিক) |
৬নং ওয়ার্ড | ফাক্রিকাটা (আংশিক), শহর আলীর চর, ডাকভাংগা, তুলাতলী (আংশিক)। |
৭নং ওয়ার্ড | হাজীরপাড়া, ছোট জাংছড়ি (আংশিক), ডাক্তারকাটা |
৮নং ওয়ার্ড | বড় জাংছড়ি (আংশিক), মৌলভীরকাটা |
৯নং ওয়ার্ড | দক্ষিণ মৌলভীরকাটা |
শিক্ষা ব্যবস্থা
কচ্ছপিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৭%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ১টি কওমি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কচ্ছপিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত শিক্ষায় পিছিয়ে থাকা নাপিতের চর এলাকায় শিক্ষা ব্যবস্থার প্রসার,কচ্ছপিয়া ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে-নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমি দাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী,গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান-মরহুম ছুরুত আলম চৌধুরী।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়[3]
- মাদ্রাসা
- মাদ্রাসাতুচ্ছুফফাহ দারুল উলুম হেফজখানা ও এতিমখানা
- আল গিফারী (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসা[4]
- প্রাথমিক বিদ্যালয়
- নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় জাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৌলভীরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কচ্ছপিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল রামু-কচ্ছপিয়া সড়ক এবং নাইক্ষ্যংছড়ি-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
কচ্ছপিয়া ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে বড় জাংছড়ি খাল, দোছড়ি খাল এবং ছোট জাংছড়ি খাল।[6]
হাট-বাজার
কচ্ছপিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল গর্জনিয়া বাজার এবং দোছড়ি বাজার।[7]
দর্শনীয় স্থান
- ঐতিহাসিক শাহসুজা সড়ক[8]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আবু মোহাম্মদ ইসমাঈল নোমান[9]
আরও দেখুন
- "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd।
- "মাদ্রাসা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=01%5B%5D
- "খাল ও নদী - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd।
- "দর্শনীয়স্থান - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।
- "আবু মো:ইসমাঈল (নোমান) - কচ্ছপিয়া ইউনিয়ন - কচ্ছপিয়া ইউনিয়ন"। kacchapiaup.coxsbazar.gov.bd। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।