কঙ্গো জাতীয় ফুটবল দল
কঙ্গো জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Congo, ইংরেজি: Congo national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কঙ্গোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কঙ্গোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কঙ্গোলীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৪ সালে, কঙ্গো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফরাসি কঙ্গোতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কঙ্গো ক্যামেরুনকে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
![]() | |||
ডাকনাম | দিয়াব্লে রুজ রেড ডেভিল | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কঙ্গোলীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | ভালদো ফিলিয়ো | ||
অধিনায়ক | আমুর লুসুকু | ||
সর্বাধিক ম্যাচ | জোনাস বাহাম্বুলা (৫৬) | ||
শীর্ষ গোলদাতা | থিয়েভি বিফুমা (১৫) | ||
মাঠ | কিন্তেলে পৌর স্টেডিয়াম | ||
ফিফা কোড | CGO | ||
ওয়েবসাইট | fecofoot | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৯৮ ![]() | ||
সর্বোচ্চ | ৪২ (সেপ্টেম্বর ২০১৫) | ||
সর্বনিম্ন | ১৪৪ (সেপ্টেম্বর ২০১১) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৫ ![]() | ||
সর্বোচ্চ | ৩৭ (জুলাই ১৯৭২) | ||
সর্বনিম্ন | ১৩৩ (সেপ্টেম্বর ২০১১) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (ফরাসি কঙ্গো; ১৯৫৪)[3] | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র; ২৮ মার্চ ১৯৬৪) ![]() ![]() (গ্যাবন; ৭ জুলাই ১৯৭৬) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (মাদাগাস্কার; ১৮ এপ্রিল ১৯৬০) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ৭ (১৯৬৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৭২) |
৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিন্তেলে পৌর স্টেডিয়ামে রেড ডেভিল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ব্রাজাভিলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভালদো ফিলিয়ো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্তাদ তিউনিসিয়েনের মধ্যমাঠের খেলোয়াড় আমুর লুসুকু।
কঙ্গো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে কঙ্গো অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭২) শিরোপা জয়লাভ করেছে।।
মারেল মুকো, দেস্তিন মাকিতা, লুক-আর্সেন দিয়ামেসো, থিয়েভি বিফুমা এবং জোনাস বাহাম্বুলার মতো খেলোয়াড়গণ কঙ্গোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে কঙ্গো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪২তম) অর্জন করে এবং ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৪৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কঙ্গোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩৭তম (যা তারা ১৯৭২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৯৬ | ![]() |
![]() | ১২১৫.৩৮ |
৯৭ | ![]() |
![]() | ১২১১.৭১ |
৯৮ | ![]() |
![]() | ১২১১.৩৩ |
৯৯ | ![]() |
![]() | ১২১০.০৭ |
১০০ | ![]() |
![]() | ১২০৮.৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩৩ | ![]() |
![]() | ১৩০১ |
১৩৪ | ![]() |
![]() | ১৩০০ |
১৩৫ | ![]() |
![]() | ১২৯৮ |
১৩৬ | ![]() |
![]() | ১২৯৪ |
১৩৭ | ![]() |
![]() | ১২৮৯ |
১৩৭ | ![]() |
![]() | ১২৮৯ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ৩ | ২ | ||||||||
![]() | ৪ | ১ | ১ | ২ | ১০ | ৫ | |||||||||
![]() | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ০ | ৪ | ০ | ৫ | ||||||||
![]() | ৮ | ৪ | ২ | ২ | ৮ | ৬ | |||||||||
![]() ![]() | ১০ | ৩ | ২ | ৫ | ১০ | ১৭ | |||||||||
![]() | ১২ | ৪ | ২ | ৬ | ১২ | ১৫ | |||||||||
![]() | ৬ | ৩ | ০ | ৩ | ৭ | ৮ | |||||||||
![]() | ৮ | ৪ | ৩ | ১ | ১৩ | ৪ | |||||||||
![]() | ৮ | ২ | ২ | ৪ | ১১ | ১৬ | |||||||||
![]() | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৬২ | ২১ | ১৩ | ২৮ | ৭৪ | ৭৮ |
তথ্যসূত্র
- "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- World Football Elo Ratings: Congo
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ফরাসি)
- ফিফা-এ কঙ্গো জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ কঙ্গো জাতীয় ফুটবল দল (ইংরেজি)