কঙ্কাল
কঙ্কাল(ইংরেজি:Skeleton) (গ্রীক σκελετός, skeletos "শুকনো শরীর", "মমি"[1]) কোন প্রাণির গাঠনিক কাঠামো। দুই ধরনের কঙ্কাল আছে: বহিঃকঙ্কাল, যা প্রাণির বহিঃআবরণ, এবং অন্তঃকঙ্কাল, যা শরীরের অভ্যন্তরীণ কাঠামোকে রক্ষা করে।
কঙ্কালের প্রকারভেদ
বহিঃকঙ্কাল
বাহির থেকে যে কঙ্কাল দেখা যায় তাকে বহিঃকঙ্কাল বলে।বহিঃকঙ্কাল হল নখ,দাঁত,চুল ইত্যাদি।
অস্থির সংজ্ঞা
মানব দেহের রক্তবাহ যুক্ত যে যোগকলা দেহকাঠামো গঠন করে ও ভার বহন করে তাকে অস্থি বলা হয়। অস্থি এক প্রকার দৃঢ় ও স্থায়ী যোজগকলা।
অস্থির উপাদান
১. অজৈব বস্তু ও ক্যালসিয়াম - ৫০%
২. জল - ২৫%
৩. জৈব বস্তু - ২৫%
অস্থির প্রকারভেদ
- দীর্ঘ অস্থি : ফিমার , হিউমেরাস.
- খর্ব বা ক্ষুদ্র অস্থি : ফ্যালাঞ্জেস, কার্পাল
- অনিয়তকার অস্থি : মেরুদণ্ডের অস্থি
- চ্যাপ্টা অস্থি : স্টার্নাম
- সিসময়েড অস্থি : প্যাটেলা
অস্থির কাজ
- দেহের কাঠামো গঠন করে
- অস্থি সন্ধি দেহ সঞ্চালনে সাহায্য করে
- দেহে খনিজ পদার্থের আধার হিসাবে কাজ করে
- অস্থির অভ্যন্তরীণ লোহিত অস্থিমজ্জা রক্ত কণিকা উৎপন্ন করে।
মানব দেহের অস্থি সমূহ
মানব দেহের কঙ্কাল কে দু ' ভাগে ভাগ করা হয়
- অক্ষীয় কঙ্কাল
- উপাক্ষীয় কঙ্কাল
অক্ষীয় কঙ্কাল
অক্ষীয় কঙ্কাল কে আবার দু ' ভাগে ভাগ করা হয়
- করোটির অস্থি
- মুখমন্ডলের অস্থি
করোটির অস্থি
করোটি বা ক্রেনিয়াম এর অস্থি সমূহের নাম
- ফন্টাল - ১ টি
- প্যারাইটাল - ২ টি
- টেম্পোরাল - ২ টি
- অক্সিপিটাল - ১ টি
- স্পেনয়েড - ১ টি
- এথময়েড - ১ টি
অস্থি এবং তরুণাস্থি
তথ্যসূত্র
- "skeleton"। Online Etymology Dictionary।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.