কঁ
কঁ (ফরাসি: Caen; আ-ধ্ব-ব: [kɑ̃]; শুনুন ; টেমপ্লেট:Lang-nrf) উত্তর-পশ্চিম ফ্রান্সের একটি শহর (কোম্যুন)। এটি দেশটির কালভাদোস জেলার (দেপার্ত্যমঁ) প্রশাসনিক কেন্দ্র (প্রেফেকত্যুর)। মূল কঁ শহরে ১ লক্ষ ৫ হাজারের কিছু বেশি অধিবাসীর বাস (২০১৮ সালের হিসাব অনুযায়ী)। এর বিপরীতে এটির কার্যকর পৌর এলাকার জনসংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার (২০১৮)।[2] ফলে কঁ ফ্রান্সের নরমঁদি প্রশাসনিক অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ও সমগ্র ফ্রান্সের ১৯তম বৃহত্তম পৌর এলাকা।[3] মূল শহরের আয়তনের হিসেবে এটি নরমঁদির তৃতীয় বৃহত্তম শহর, ল্য আভ্র ও রুঅঁ শহরের পরেই।[4][5] শহরটি ইংলিশ চ্যানেল সমুদ্রপ্রণালী থেকে ১৫ কিলোমিটার দূরে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শহরটির সাথে দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাথ বন্দরের ফেরি সংযোগ আছে (কঁ উইস্ত্রেয়াম ফেরি)। কঁ একটি আঞ্চলিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। শহরের কাছেই দোভিল ও কাবুর নামক জনপ্রিয় পর্যটক অবকাশযাপন কেন্দ্রগুলি ছাড়াও নর্মান সুইজারল্যান্ড ও পেই দোজ নামক সাংস্কৃতিক অঞ্চলগুলি অবস্থিত। তাই কঁ শহরকে প্রায়শই নরমঁদি অঞ্চলের একটি আদর্শ প্রতিমা হিসেবে গণ্য করা হয়।
কঁ Kaem (নর্মান্ড) | |
---|---|
প্রেফেকত্যুর (জেলা) ও কোম্যুন (শহর) | |
প্রতীক | |
কঁ অবস্থান | |
কঁ কঁ | |
স্থানাঙ্ক: ৪৯°১১′ উত্তর ০°২২′ পশ্চিম | |
দেশ | ফ্রান্স |
অঞ্চল | নর্মঁদি |
অধিদপ্তর | কালভাদস |
নগরের পৌরসভা | কঁ |
ক্যান্টন | কঁ-১, ২, ৩, ৪ ও ৫ |
আন্তঃগোষ্ঠী | কঁ লা মের |
সরকার | |
• মেয়র (2020–2026) | জোয়েল ব্র্যুনো[1] (লে রেপ্যুবলিকাঁ) |
আয়তন১ | ২৫.৭০ বর্গকিমি (৯.৯২ বর্গমাইল) |
• পৌর এলাকা | ১৭৩.৬ বর্গকিমি (৬৭.০ বর্গমাইল) |
• মহানগর | ২,৫৯৭ বর্গকিমি (১,০০৩ বর্গমাইল) |
জনসংখ্যা (Jan. 2017) | ১,০৫,৩৫৪ |
• জনঘনত্ব | ৪,১০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
• পৌর এলাকা (২০১৮[2]) | ২,০৫,৭০৮ |
• পৌর এলাকার জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
• মহানগর (২০১৮[2]) | ৪,৬৯,৫২৬ |
• মহানগর জনঘনত্ব | ১৮০/বর্গকিমি (৪৭০/বর্গমাইল) |
বিশেষণ | Caennais |
সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+০১:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিইএসটি (ইউটিসি+০২:০০) |
আইএনএসইই/ডাক কোড | 14118 /14000 |
উচ্চতা | ২–৭৩ মি (৬.৬–২৩৯.৫ ফু) (avg. ৮ মি অথবা ২৬ ফু) |
ওয়েবসাইট | www.caen.fr |
১ ফ্রান্সের ভূমি রেজিস্টার তথ্য, যার ভেতর হ্রদ, পুকুর, হিমবাহ > ১ বর্গকি.মি.২(০.৩৮৬ বর্গ মাইল বা ২৪৭ একর) এবং নদীর মোহনা অন্তর্ভূক্ত নয়। |
ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়ামের (ফরাসিতে গিইয়োম ল্য কোঁকেরঁ) সমাধি কঁ শহরেই অবস্থিত। উইলিয়ামের শাসনামলে নির্মিত ঐতিহাসিক ভবনগুলির জন্যও তাই শহরটি খ্যাত। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঁ শহর ও তার আশেপাশে কঁয়ের যুদ্ধে (নরমঁদির যুদ্ধের অংশবিশেষ) শহরটির সিংহভাগ ধ্বংসপ্রাপ্ত হয়। শহরে সেই যুদ্ধের স্মৃতি ধরের রাখার জন্য একটি স্মৃতিসৌধ ও শান্তিকে উৎসর্গীকৃত একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে, যাদের সম্মিলিত নাম মেমোরিয়াল দ্য কঁ (Mémorial de Caen)।
তথ্যসূত্র
- "Répertoire national des élus: les maires"। data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (ফরাসি ভাষায়)। ২ ডিসেম্বর ২০২০।
- Comparateur de territoire, INSEE, retrieved 20 June 2022.
- INSEE। "France par aire d'attraction des villes - Population municipale 2019 >> Tableau"। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২।
- "La Normandie compte 3 339 131 habitants" (ফরাসি ভাষায়)। paris-normandie.fr। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
- "Grande Normandie : combien d'habitants dans votre commune ?" (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।