ও সাথী রে
ও সাথী রে হচ্ছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি ইকবাল এবং প্রযোজনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান । এটি পরিবেশনা করেছেন ডিংটোন ফিল্মস। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং বাপ্পারাজ।[1]
ও সাথী রে | |
---|---|
![]() | |
পরিচালক | সাফি ইকবাল |
প্রযোজক | ইস্পাহানি আরিফ জাহান |
রচয়িতা | ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলী আকরাম শুভ |
চিত্রগ্রাহক | মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | ডিংটোন ফিল্ম |
মুক্তি | ২০০৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান - রাজ
- অপু বিশ্বাস - সাথী
- বাপ্পারাজ
- ড্যানি সিডাক
- সাদেক বাচ্চু
- সিরাজ হায়দার
- শিবা শানু
- মিজু আহমেদ
প্রযুক্তি
- ফরম্যাট: ৩৫ এমএম (রঙ)
- রিল: ১৩ টি প্যান
- ভাষা: বাংলা
- দেশ: বাংলাদেশ
- প্রেক্ষাগৃহে তারিখ: ২০০৯
- প্রযোজনার বছর: ২০০৮
- প্রযুক্তিগত সহায়তা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)
সঙ্গীত
ও সাথী রে[2] চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
গানের তালিকা
ক্রমিক | গান | সংগীতশিল্পী | অভিনয় |
---|---|---|---|
১ | সাথীরে খুঁজি তোমায় | এস আই টুটুল ও কনক চাঁপা | শাকিব খান ও অপু বিশ্বাস |
২ | পৃথিবী তুমি জানো | এন্ডু কিশোর | শাকিব খান |
৩ | তুমি স্বপ্ন তুমি | মনির খান ও কনক চাঁপা | শাকিব খান ও অপু বিশ্বাস |
৪ | এই জীবনে তুমি[3] | এস আই টুটুল | শাকিব খান |
৫ | একটা মন সারাক্ষণ | আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি | বাপ্পারাজ ও অপু বিশ্বাস |
তথ্যসূত্র
- "'ও সাথী রে' দিয়ে প্রথম দেশের বাইরে যান শাকিব-অপু"। এনটিভি অনলাইন। ২০২০-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪।
- "ও সাথী রে"। ২১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।
- "Ei jibone kono"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.