ওসাইরিস

ওসাইরিস (প্রাচীন গ্রিক ভাষা: Όσιρις ওসিরিস্‌) মিশরীয় পুরানে জীবন, মৃত্যু এবং ঊর্বরতার দেবতা। পৃথিবীর দেবতা গেব এবং আকাশের দেবী নুটের পুত্র ওসাইরিস[1] ওসাইরিসের স্ত্রী ছিলেন তার বোন আইসিস। ওসাইরিসের মৃত্যুর পর তার পুত্র হোরাস জন্ম নিয়েছেন বলে গণ্য করা হয়।

ওসাইরিস
মৃত্যু-পরবর্তী জীবনের দেবতা
মৃত্যুর দেবতা ওসাইরিস। এঁর গায়ের সবুজ রঙ পুনর্জন্মের প্রতীক।
চিত্রলিপি
Q1
D4
A40
প্রধান অর্চনাকেন্দ্র centerঅ্যাবাইডস
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাগেব এবং নুট
সহোদরআইসিস, সেট, নেফথিস এবং হোরাস (বিশেষ কিছু নথি অনুযায়ী)
সঙ্গীআইসিস
সন্তানহোরাস (বিশেষ কিছু নথি অনুযায়ী) এবং আনুবিস (বিশেষ কিছু নথি অনুযায়ী)
ওসাইরিসকে সাধারণত এই রূপেই দেখান হয়ে থাকে

তথ্যসূত্র

  1. Wilkinson, Richard H. (২০০৩)। The complete gods and goddesses of ancient Egypt। London: Thames & Hudson। পৃষ্ঠা 105আইএসবিএন 0-500-05120-8।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.