ওসাইরিস
ওসাইরিস (প্রাচীন গ্রিক ভাষা: Όσιρις ওসিরিস্) মিশরীয় পুরানে জীবন, মৃত্যু এবং ঊর্বরতার দেবতা। পৃথিবীর দেবতা গেব এবং আকাশের দেবী নুটের পুত্র ওসাইরিস।[1] ওসাইরিসের স্ত্রী ছিলেন তার বোন আইসিস। ওসাইরিসের মৃত্যুর পর তার পুত্র হোরাস জন্ম নিয়েছেন বলে গণ্য করা হয়।
ওসাইরিস | ||||
---|---|---|---|---|
মৃত্যু-পরবর্তী জীবনের দেবতা | ||||
![]() মৃত্যুর দেবতা ওসাইরিস। এঁর গায়ের সবুজ রঙ পুনর্জন্মের প্রতীক। | ||||
চিত্রলিপি |
| |||
প্রধান অর্চনাকেন্দ্র center | অ্যাবাইডস | |||
ব্যক্তিগত তথ্য | ||||
মাতাপিতা | গেব এবং নুট | |||
সহোদর | আইসিস, সেট, নেফথিস এবং হোরাস (বিশেষ কিছু নথি অনুযায়ী) | |||
সঙ্গী | আইসিস | |||
সন্তান | হোরাস (বিশেষ কিছু নথি অনুযায়ী) এবং আনুবিস (বিশেষ কিছু নথি অনুযায়ী) |
![](../I/Osiris_MKL1888.png.webp)
ওসাইরিসকে সাধারণত এই রূপেই দেখান হয়ে থাকে
তথ্যসূত্র
- Wilkinson, Richard H. (২০০৩)। The complete gods and goddesses of ancient Egypt। London: Thames & Hudson। পৃষ্ঠা 105। আইএসবিএন 0-500-05120-8।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.