ওশেনিড

গ্রিক পুরাণে এবং পরবর্তীতে রোমান পুরাণে ওশেনিড বা, ওকেয়ানিড (/ˈsənɪdz, ˈʃənɪdz/; প্রাচীন গ্রিক: Ὠκεανίδες, pl. of Ὠκεανίς) হলো সমুদ্রের নিম্ফ; যারা ছিলো তিতান অকেয়ানোস এবং তেথুসের তিন সহস্র কন্যা। তাদের প্রত্যেকেই ছিলো এক একটি বিশেষ বসন্ত, নদী, সমুদ্র, হ্রদ, পুকুর, চারণভূমি, ফুল বা মেঘের তাত্ত্বিক দেবতা।[1]

শিল্পকলায়

১৯১৪ সালে জিন সিবেলিয়াস Aallottaret (ওশেনিডস) শিরোনামে একটি গীতিআলেখ্য লেখেন।[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.