ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব একটি বাংলাদেশি ক্রিকেট ক্লাব, যা বাংলাদেশি ঘরোয়া লিগে খেলে থাকে।
ওল্ড ডিওএইচএস | |
ইতিহাস | |
---|---|
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয় জয় | ০ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ লিগ জয় জয় | ০ |
ইতিহাস
ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাবার আগে দলটি টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল।[1] দলটি ঢাকা প্রিমিয়ার লিগের ২০১১-১২ মৌসুমের আসরেও অংশ নিয়েছিল, যেটি ছিল টুর্নামেন্টটির লিস্ট এ মর্যাদা না পাওয়াবাস্থায় সর্বশেষ আসর।[2] ২০১২ সালে দলটিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কিনে নেয় এবং দলটির নাম দেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।[3] এরপর, দলটি ভিন্ন দল হিসেবে পুনরায় ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের আসরে ফেরে এবং ১৩ ম্যাচের সবগুলিতে পরাজিত হয় ও অবনমিত হয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ফিরে যায়।[4][5]
লিস্ট এ রেকর্ড
- ২০১৪-১৫: ১৩ ম্যাচে ০ জয়,দ্বাদশ,রেলিগেটেড।
তথ্যসূত্র
- "Morgan stars in Gazi Tank's title win"। Cricinfo। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৫।
- "Dhaka Premier Division 2011-12"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৬।
- "Prime Bank Cricket Club Launched"। Prime Bank Limited। ১০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৬।
- "Old DOHS relegated after another loss"। Cricinfo। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৫।
- "Dhaka First Division League 2015-16"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.