ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাব

ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাব (ইংরেজি: Wellington Phoenix FC; সাধারণত ওয়েলিংটন ফিনিক্স এফসি অথবা শুধুমাত্র ওয়েলিংটন ফিনিক্স নামে পরিচিত) হচ্ছে ওয়েলিংটন ভিত্তিক একটি নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ এ-লীগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০০৭ সালের ১৯শে মার্চ তারিখে ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৩৪,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়ামে দ্য নিক্স নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[2] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলীয় সাবেক ফুটবল খেলোয়াড় উফুক তালায় এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রবার্ট মরিসন। নিউজিল্যান্ডীয় মধ্যমাঠের খেলোয়াড় স্টিভেন ভিনসেন্ট টেইলর এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[3]

ওয়েলিংটন ফিনিক্স
পূর্ণ নামওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাব
ডাকনামদ্য নিক্স
প্রতিষ্ঠিত১৯ মার্চ ২০০৭ (2007-03-19)
মাঠওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৪,৫০০[1]
সভাপতি রবার্ট মরিসন
ম্যানেজার উফুক তালায়
লিগএ-লীগ
২০২০–২১৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

খেলোয়াড়

বর্তমান দল

১৯ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[4]

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
জেমস ম্যাকগেরি
টিম পেইন
রেনো পিস্কোপো
ডেভিড বল
১১ জশুয়া সোতিরিও
১৩ নিকোলাস পেনিংটন
১৪ অ্যালেক্স রুফার (সহ-অধিনায়ক)
১৬ লুই ফেন্টন
১৮ বেন ওয়েইন
নং অবস্থান খেলোয়াড়
১৯ স্যাম সাটন
২০ গো অলিভার সেইল
২১ জশুয়া লস
২৩ ক্লেটন লুইস (অধিনায়ক)
২৭ স্টিভেন টেইলর
৪১ বেন ওল্ড
গ্যারি হুপার
ক্যালান এলিয়ট

তথ্যসূত্র

  1. "Sky Stadium – Facts"। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০
  2. "ওয়েলিংটন ফিনিক্সের স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১
  3. "ওয়েলিংটন ফিনিক্স"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১
  4. "Wellington Phoenix Team"Wellington Phoenix। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.