ওয়েব অনুসন্ধান ইঞ্জিন

ওয়েব সার্চ ইঞ্জিন বা আন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম। অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

একটি অন্তর্জাল ভিত্তিক ছবি অনুসন্ধানে চন্দ্রগ্রহণ অনুসন্ধানের ফলাফল।

ইতিহাস

ইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিনের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। অবশ্য এর আগে ১৯৮৬ সালে হিউলেট প্যাকার্ড প্রতিষ্ঠান কর্তৃক প্রথম অনুসন্ধান ইঞ্জিন আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালে চালু হয় প্রথম পূর্ণ টেক্সট ওয়েব অনুসন্ধান ইঞ্জিন ওয়েবক্রলার।

অনুসন্ধান ইঞ্জিনের তালিকা

অনুসন্ধান ইঞ্জিনউৎপত্তি দেশপরিসেবাবাংলা সংস্করণ
গুগল মার্কিন যুক্তরাষ্ট্রবিশ্বব্যাপীহ্যাঁ
পিপীলিকা বাংলাদেশবাংলাদেশহ্যাঁ
ইয়াহু! জাপান জাপানজাপাননা
নাভের দক্ষিণ কোরিয়াদক্ষিণ কোরিয়ানা
ইয়াণ্ডেক্স রাশিয়ারাশিয়াসাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলিনা
ইয়াহু! মার্কিন যুক্তরাষ্ট্রবিশ্বব্যাপীনা
বিং মার্কিন যুক্তরাষ্ট্রবিশ্বব্যাপীনা
এওএল মার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্রনা
বাইডু গণচীনচীননা
সোসো গণচীনচীননা
ডাকডাকগো মার্কিন যুক্তরাষ্ট্রবিশ্বব্যাপীনা
কিওওয়ান্ট ফ্রান্সবিশ্বব্যাপীনা

তথ্যসূত্র

    প্রযুক্তি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি এটি সম্পাদনা করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.