ওয়াক্ত (১৯৬৫-এর চলচ্চিত্র)
ওয়াক্ত (হিন্দি: वक्त; 'অর্থ' সময়) হচ্ছে ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন যশ চোপড়া এবং বি আর চোপড়া ছিলেন প্রযোজক। চলচ্চিত্রটির ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে গিয়েছিলো পুরস্কার পাবার আশায় (পাঠিয়েছিলেন প্রযোজক পরিচালক চোপড়াদ্বয়) তবে চলচ্চিত্রটি ব্রিটেনে সমাদৃত হয়নি।[2] চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, সাধনা শিবদাসানি, শর্মিলা ঠাকুর, শশী কাপুর, আঁচলা সচদেব, রাজ কুমার এবং বলরাজ সাহানি।
ওয়াক্ত वक्त وقت | |
---|---|
![]() | |
পরিচালক | যশ চোপড়া |
প্রযোজক | বি আর চোপড়া |
রচয়িতা | আখতার-উল-ঈমান (সংলাপ) আখতার মীর্জা (গল্প) |
শ্রেষ্ঠাংশে | সুনীল দত্ত শশী কাপুর শর্মিলা ঠাকুর |
সুরকার | রবি |
চিত্রগ্রাহক | ধর্ম চোপড়া |
সম্পাদক | প্রাণ মেহরা |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি | ৩০ জুলাই ১৯৬৫ |
দৈর্ঘ্য | ২০৬ মিনিট |
ভাষা | হিন্দি |
আয় | ₹ ৬ কোটি (US$ ০.৭৩ মিলিয়ন)[1] |
হিন্দি চলচ্চিত্র জগতে একাধিক খ্যাতিমান তারকা নেওয়ার রীতি এই চলচ্চিত্র দ্বারাই শুরু হয়েছিলো।[3] ১৯৬৫ সালের একমাত্র সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিলো এটি।[4] হিন্দি চলচ্চিত্রে চল্লিশের দশকে অশোক কুমার (গায়ক কিশোর কুমারের বড় ভাই) 'কিসমত' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, ১৯৪৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে হারিয়ে যাওয়া আবার পুনর্মিলনের কাহিনী দেখানো হয়েছিলো, এই ওয়াক্ত চলচ্চিত্রটিও ঐ রকম কাহিনী সংবলিত ছিলো। ওয়াক্ত চলচ্চিত্রটি তেলুগু ভাষায় ভালে আবায়িলু (১৯৬৯) এবং মালয়ালম ভাষায় কোল্লিয়াক্কাম (১৯৮১) নামে পুনঃনির্মিত হয়েছিলো।[5]
অভিনয়ে
- শশী কাপুর - বিজয় মুন্না
- সুনীল দত্ত - রবি বাবলু
- রাজ কুমার - রাজা রাজু
- শর্মিলা ঠাকুর - রেণু খান্না
- সাধনা শিবদাসানি - মীনা মিত্তাল
- আঁচলা সচদেব - লক্ষ্মী কেদরনাথ
- লীলা চিটনিস - শ্রীমতি মিত্তাল
তথ্যসূত্র
- https://bestoftheyear.in/movie/waqt/
- "Long list ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মার্চ ২০১২ তারিখে". bfi.org.uk. 3 November 2005. Accessed 3 April 2006
- Waqt: Where Time Stands Still. Rediff.
- "Archived copy"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫।
- "CineGoer.com – Uppalapati Krishnam Raju Filmography"। cinegoer.com। ২৬ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০০৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়াক্ত (ইংরেজি)