ওয়াকিদী

মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী (৭৪৭-৮২৩ খ্রি.) যিনি অধিকাংশ সময় ওয়াকিদী বা আল ওয়াকিদী নামে পরিচিত ছিলেন। তিনি একজন প্রসিদ্ধ ইসলামিক ইতিহাসবিদ । নবী মুহাম্মাদের জীবনী ও তার পরবর্তী সাহাবাতাবেয়ী দের জীবনী নিয়ে গবেষণা করার জন্য তিনি বিখ্যাত । ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি বর্ণনা করেছেন।[1]

মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী
জন্ম৭৪৭ খ্রি./১৩০হি.
মৃত্যু৮২৩ খ্রি./২০৭ হিঃ
পরিচিতির কারণইসলামিক ইতিহাসবিদ

জন্ম ও পরিচয়

ওয়াকিদী সৌদি আরবের মদিনা শহরে জন্ম গ্রহণ করেন । পিতামহ ওয়াকিদের নাম থেকে তিনি আল ওয়াকিদী নামকরণ পান ।

ইতিহাস চর্চা

আল ওয়াকিদী ছিলেন বিশাল ইসলামী জ্ঞানের অধিকারী। কথিত রয়েছে, তার ব্যক্তিগত লাইব্রেরিতে ৬০০ বান্ডিল কিতাব ছিল যা বহনের জন্যে ১২০টি বাহনের প্রয়োজন হতো। তিনি ইসলামী ইতিহাসে সুনিপণ জ্ঞানের অধিকারী ছিলেন ।

বইসমূহ

তিনি আল তারিখ ওয়া আল মাগাযী বইটি রচনার জন্য বিখ্যাত। তবে এই বইয়ের কিছু ইসলাম বিরোধিতা ইসলামের সমালোচনার জন্য ব্যবহার করছে।

সমালোচনা

তিনি একজন প্রসিদ্ধ ইতিহাসবিদ হওয়া সত্ত্বেও বহু ইসলামী বিশেষজ্ঞদের নিকট গ্রহণ যোগ্য ছিলেন না।

ইমাম শাফেয়ী বলেন- ‘ওয়াকিদির সকল রচনা মিথ্যায় ভরপুর,সে মদিনার সাত জালিয়াতের একজন।[2]

ইমাম আবু দাউদ বলেন- ‘আমি ওয়াকিদীর নির্ভরতায় কোনো হাদিস বর্ণনা করি না। সে জাল হাদিসের কারিগর’।

ইবনে হাজার আসকালানি বলেন ‘অসীম জ্ঞানের অধিকারী হওয়া সত্বেও ওয়াকিদী পরিত্যক্ত’।[3]

ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নূমায়ের, ইমাম দাহাবী প্রমুখ মনীষী ওয়াকিদীকে মিথ্যুক বলেছেন।[4]

মৃত্যু

ওয়াকিদী ৮২৩ খ্রিষ্টাব্দে (২০৭ হিজরি) মৃত্যুবরণ করেন ।

তথ্যসূত্র

  1. কুরআন মজীদ (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা) - চলিত ভাষা: The Holy Quran ...
  2. (ইবনে হাতিম আল রাজী, কিতাব আল র্যুহ, খন্ড-৪, পৃ.-২১)
  3. (তাহদীব, খন্ড-২, পৃ.-১৯৪)
  4. ( আল দাহাবী, মীযান, খন্ড-৩, পৃ.-১১০)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.