ওম পুরি
ওম রাজেশ পুরি ওবিই (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫০- মৃত্যু: ৬ জানুয়ারি, ২০১৭)[4] ছিলেন একজন ভারতীয় অভিনেতা[5] যিনি মূলত ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। এছাড়াও তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারন অভিনয়ের খ্যাতি রয়েছে। তিনি সর্বাধিক ৪ বার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
![]() ওম পুরি ২০১০ সালের টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে | |
জন্ম | ওম রাজেশ পুরি ১৮ অক্টোবর ১৯৫০ |
মৃত্যু | ৬ জানুয়ারি ২০১৭ ৬৬)[2] | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | নন্দিতা পুরী (১৯৯৩) |
পুরস্কার | পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
প্রাথমিক জীবন
ওম পুরি ভারতের পাঞ্জাবের পাতিয়ালার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।[6] ওম পুরি পুনের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন প্রাক্তন ছাত্র ছিলেন; যেখানে অপর আরেক খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ তার সহ-পাঠি ছিলেন।[7]
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
বছর | চলচ্চিত্রে নাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
১৯৭২ | ঘশিরাম কতোয়াল | ঘশিরাম | মারাঠি চলচ্চিত্র |
১৯৭৭ | গোধুলী | হিন্দি চলচ্চিত্র প্রেমচাঁদ গল্প অবলম্বনে | |
১৯৭৭ | তাব্বালিয়ু নিনাদে মাগানে (কন্নড়) | ||
১৯৭৭ | ভুমিকা | ||
১৯৭৮ | অরবিন্দ দেসাই কি আজিব দাস্তান | মার্কসবাদী মানুষ | সাঈদ আখতার মির্জা পরিচালিত |
১৯৮০ | আক্রোশ | লাহন্য বিকু | বিজয়ী - ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
১৯৮১ | সাদগাতি | দাখি | পরিচালত: সত্যজিৎ রায়[8] |
১৯৮২ | গান্ধি | নেহরী | রিচার্ড অ্যাটেনব্রো পরিচালিত |
১৯৮২ | বিজেতা | অরবিন্দ | পরিচালক: শ্যাম বেনেগাল |
১৯৮২ | চান পরদেশী (পাঞ্জাবি) | তুলশি | |
১৯৮২ | আরোহণ | হরি মন্ডল | বিজয়ী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ অভিনেতা |
মৃত্যু
৬ জানুয়ারি, ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়েসে মারা যান এই প্রতিভাবান অভিনেতা[4]।
পুরস্কার এবং মনোনয়ন
- বিজয়ী
- ১৯৮১: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা - আক্রোশ
- ১৯৮১: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার) - আরাহন[9]
- ১৯৮৩: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (৩১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার) - আর্থ সত্য[10]
- ১৯৮৪: কার্লবী বারী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবাল - শ্রেষ্ঠ অভিনেতা আর্থ সত্য
- ১৯৯৮: ব্রাসেলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল - শ্রেষ্ঠ অভিনেতা মাই সন দ্যা ফাস্টাসটিক
- ১৯৯০: পদ্মশ্রী, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার[11]
- ১৯৯৮: গ্র্যান্ড প্রিক্স স্পেশাল দেস আমেরিকাস মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল - চলচ্চিত্রসংক্রান্ত বিষয়ে ব্যতিক্রমী অবদানের জন্য
- ২০০৪: ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ অনারারি অফিসার - ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রি সেবার জন্য[1]
- ২০০৯: ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার
- ২০১৫: আজীবন সম্মাননা পুরস্কার প্রয়াগ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল[12]
- মনোনয়ন
- ১৯৯০: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা - ঘায়েল
- ১৯৯৭: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - মাচিস
- ১৯৯৮: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - গুপ্ত: দ্যা হিডেন ট্রুথ
- ১৯৯৯: ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - প্যায়ার তো হোনা হি থা
- ১৯৯৯: বাফটা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে - ইস্ট ইজ ইস্ট[13]
তথ্যসূত্র
- "Indian actor Om Puri awarded OBE"। British Broadcasting Corporation। ২৩ জুলাই ২০০৪।
- "Om Puri passes away after a massive heart attack"। indianexpress.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৬।
- "Actor Om Puri Passes Away at the Age of 66"। news18.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৬।
- "Veteran actor Om Puri passes away, Bollywood mourns his demise"। timesofindia। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৬।
- "BBC NEWS - South Asia - Indian actor Om Puri awarded OBE"। bbc.co.uk।
- "Rediff On The Net, Movies:An interview with Om Puri"। rediff.com।
- Puri, Nandita (২০০৫-০১-১৮)। "Brothers-in-arms"। Mid-Day Multimedia Ltd.। ২০০৫-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-০৫-২৭।
- সাদগাতি
- "29th National Film Festival (1982)" (পিডিএফ)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 10। ২১ জুলাই ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১১।
- "31st National Film Festival June 1984" (পিডিএফ)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 12। ২১ জুলাই ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১১।
- "Padma Awards Directory (1954–2014)" (পিডিএফ)। Ministry of Home Affairs (India)। ২১ মে ২০১৪। পৃষ্ঠা 98। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬।
- "Om Puri to get lifetime achievement award at International Film Festival of Prayag"। Indian Express। ১৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৭।
- "Bafta nominations in full"। BBC। ১ মার্চ ২০০০। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ

- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওম পুরি (ইংরেজি)