ওমকারা (২০০৬-এর চলচ্চিত্র)

ওমকারা ২০০৬ সালের ভারতীয় অপরাধ নাট্যধর্মী চলচ্চিত্র, যা উইলিয়াম শেকসপিয়ারের ওথেলো নাটক অবলম্বনে নির্মিত।[2][3][4] এটি সহ-রচনা ও পরিচালনা করেছেন বিশাল ভারদ্বাজ। তারকাবহুল এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর, সাইফ আলি খান, কঙ্কনা সেন শর্মা, বিবেক ওবেরয় এবং বিপাশা বসু। পরিচালক বিশাল ভারদ্বাজ নিজেই গুলজারের গীতে আবহ সঙ্গীতসহ চলচ্চিত্রটির সম্পূর্ণ সুর রচনা করেন।[5] চলচ্চিত্রটির পটভূমি মীরুট নামে পশ্চিম উত্তরপ্রদেশের একটি শহর।[6]

ওমকারা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকবিশাল ভারদ্বাজ
প্রযোজককুমার মঙ্গত পাঠক
চিত্রনাট্যকারবিশাল ভারদ্বাজ
রবিন ভাট
অভিষেক চৌবে
উৎসউইলিয়াম শেকসপিয়ার কর্তৃক 
ওথেলো
শ্রেষ্ঠাংশে
সুরকারবিশাল ভারদ্বাজ
চিত্রগ্রাহকতাসদুক হোসেন
সম্পাদকমেঘনা মনচন্দা সেন
প্রযোজনা
কোম্পানি
শেমারু এন্টারটেইনমেন্ট
পরিবেশকইরোস ইন্টারন্যাশনাল
বিগ স্ক্রিন এন্টারটেইনমেন্ট প্রা. লি.
মুক্তি
  • ২৮ জুলাই ২০০৬ (2006-07-28)
দৈর্ঘ্য১৫৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
খারিবোলি
নির্মাণব্যয় ২৬০ মিলিয়ন[1]
আয় ৪২৪ মিলিয়ন[1]

ওমকারা ভারদ্বাজের শেকসপিয়ারের নাটকের উপযোগকরণ ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র। এই ত্রয়ী ২০০৩ সালের মকবুল দিয়ে শুরু হয় এবং ২০১৪ সালের হায়দার দিয়ে শেষ হয়। ২০০৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ওমকারা তৈরির উপর একটি বইয়ের পাশাপাশি ছবিটি মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল।[7][8] এটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যেখানে ভারদ্বাজ একজন পরিচালকের চলচ্চিত্রে সেরা শৈল্পিক অবদানের জন্য পুরস্কৃত হন। চলচ্চিত্রটি কারা চলচ্চিত্র উৎসব থেকে ৩টি পুরস্কার,[9] এশিয়ান ফেস্টিভ্যাল অফ ফার্স্ট ফিল্ম থেকে একটি পুরস্কার, ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৯টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল

অভিনয়শিল্পী চলচ্চিত্রের চরিত্র নাটকের চরিত্র
অজয় দেবগন ওমকারা "ওমি" শুক্লা ওথেলো
কারিনা কাপুর ডলি মিশ্র ডেসডিমোনা
সাইফ আলি খান ঈশ্বর "ল্যাংড়া" ত্যাগী ইয়াগো
কঙ্কনা সেন শর্মা ইন্দু ত্যাগী এমিলিয়া
বিবেক ওবেরয় কেশব "কেশু ফিরিঙ্গী" উপাধ্যায় ক্যাসিও
বিপাশা বসু বিল্লো চমনবাহার বিয়াঙ্কা
দীপক দব্রিয়াল রাজন "রাজ্জু" তিওয়ারি রদেরিগো
নাসিরুদ্দিন শাহ ভাইসাব ভেনিসের ডিউক
কমল তিওয়ারি অ্যাডভোকেট রঘুনাথ মিশ্র ব্রাবানশিও
পার্শ্ব চরিত্র
  • কুলদীপ কুমার - গোলু, ল্যাংড়ার পুত্র
  • মানব কৌশিক - সুরেন্দ্র কাপ্তান
  • পঙ্কজ ত্রিপাঠী - কিছলু

তথ্যসূত্র

  1. "Omkara"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  2. লেভেনসন, জিল এল.; ওর্মসবি, রবার্ট (২৭ মার্চ ২০১৭)। The Shakespearean Worldআইএসবিএন 9781317696193। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  3. ডিওন, সি.; কপাড়িয়া, পি. (২৭ মার্চ ২০১৪)। Bollywood Shakespearesআইএসবিএন 9781137375568। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  4. রমেশ, রণদীপ (২৯ জুলাই ২০০৬)। "A matter of caste as Bollywood embraces the Bard"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  5. রমেশ, রণদীপ (২৯ জুলাই ২০০৬)। "A matter of caste as Bollywood embraces the Bard: Big budget remake of Othello — with song and dance — starts new trend"দ্য গার্ডিয়ান। London। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  6. "Moor of Meerut"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  7. "A book on the making of Omkara to be released at Cannes"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  8. "Omkara arrives at Cannes too"। ১৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১
  9. "'Omkara' shines in Cairo and Karachi"Apun Ka Choice। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.