ওপেনজ্যুউ (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
ওপেনজ্যুউ (ইংরেজি: OpenGEU) উবুন্টু ও পরবর্তীতে ডেবিয়ান-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। ওপেনজ্যুউ গ্নোমের শক্তি ও সহজ ব্যবহারযোগ্যতার সাথে এনলাইটেনমেন্টের দৃষ্টিনন্দন বৈশিষ্ট্যের সম্মিলন ঘটিয়েছে। উবুন্টু থেকে আগত হলেও, প্রকৃত আর্ট থিম, সফটওয়্যার ও টুলের সাথে ওপেনজ্যুউ একটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে।
![]() | |
![]() "ওপেনজ্যুউ" ৯.১০ কোয়ার্টো ডি লুনা প্রভাত কিরণের স্ক্রিনশট | |
ডেভলপার | লুকা ডি মারিনি |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় নয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ব্যবহারকারী ইন্টারফেস | এনলাইটেনমেন্ট ও গ্নোম |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | opengeu |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.