ওদালগুড়ি জেলা

ওদালগুড়ি জেলা (অসমীয়া: ওদালগুৰি জিলা; Pron:ˌʊdʌlˈgʊəri) ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ওদালগুরি জেলা বোড়োল্যান্ড স্বায়ত্বশাসিত পরিষদের অন্তৰ্গত। ওদালগুড়ি নগর জেলার সদরদপ্তর।

ওদালগুড়ি জেলা
ওদালগুৰি জিলা
জেলা
আসামে ওদালগুড়ি জেলার অবস্থান
স্থানাঙ্ক:
দেশ ভারত
রাজ্যআসাম
সদরদপ্তরওদালগুড়ি
আয়তন
  মোট১,৬৭৬ বর্গকিমি (৬৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[1])
  মোট৮,৩২,৭৬৯
  জনঘনত্ব৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
পিনকোড৭৮৪৫০৯
টেলিফোন কোড০৩৭১১
আইএসও ৩১৬৬ কোডIN-AS
যানবাহন নিবন্ধনAS-27
ওয়েবসাইটudalguri.gov.in
ভৈরবকুন্ড

ভৌগোলিক বিবরণ

ওদালগুরি জেলার ভৌগোলিক অবস্থান ৯১°৪৫′ থেকে ৯২°১৫′ দ্রাঘিমাংশ এবং ২৬°১৫′ থেকে ২৭° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ওদালগুরি জেলার উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ, পূবে শোণিতপুর জেলা, পশ্চিমে বাক্সা এবং কামরূপ জেলা, দক্ষিণে দরং জেলা অবস্থিত। ওদালগুরি জেলার (বিটিএডি) আয়তন ৩৪৮১ বর্গ কিলোমিটার।

তথ্যসূত্র

  1. Udalguri : Census 2011; আহৰণৰ তাৰিখ: ২২ এপ্ৰিল, ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.