ওতাবেক ভালিজোনভ
ওতাবেক ভালিজোনভ (ইংরেজি: Otabek Valizhonov ;জন্ম ১০ মে ১৯৮৪) একজন উজবেক ফুটবলার। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার বা দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলেন। তিনি একজন বহুমুখী প্লেমেকার যিনি ফরোয়ার্ড লাইনের বিভিন্ন অবস্থানে খেলতে পারেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম |
ওতাবেক এরকিনোভিচ ভালিজোনভ Otabek Erkinovich Valizhonov | ||
জন্ম | ৮ এপ্রিল ১৯৮৯ | ||
জন্ম স্থান | তোরাকোরগওন , উজবেকিস্তান | ||
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার/আক্রমণভাগ | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ||
জার্সি নম্বর | ৮ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১১ | পিএফসি নববাহুর | ৪৩ | (৬) |
২০১২ | এফসি শুরতান গুজার | ৮ | (০) |
২০১২ | এফকে অ্যান্ডিজন | ৯ | (২) |
২০১২–২০১৩ | এফসি শুরতান গুজার | ০ | (০) |
২০১৩–২০১৪ | পিএফকে নুরাফশোন | ১৭ | (০) |
২০১৪–২০১৬ | পিএফসি নববাহুর | ৪১ | (৫) |
২০১৬ | এফকে অ্যান্ডিজন | ১১ | (২) |
২০১৬–২০১৭ | এফসি এজিএমকে | ৯ | (১) |
২০১৭–২০১৮ | এফসি সোগদিয়ানা | ১০ | (১) |
২০১৮–২০১৯ | বিজেএমসি দল | ২১ | (৬) |
২০১৯–২০২০ | ব্রাদার্স ইউনিয়ন | ৫ | (৩) |
২০২০– | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ৪৪ | (১৫) |
জাতীয় দল | |||
উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ | |||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ক্লাব ক্যারিয়ার
বাংলাদেশে
২০১৮ সালে, ওতাবেক উজবেকিস্তান এর বাইরে তার প্রথম ক্লাবে যোগ দেন যখন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দল টিম বিজেএমসি । তিনি তার প্রথম লিগ মৌসুমে বিজেএমসির সাথে ২১ ম্যাচে ৬ টি গোল করেছিলেন, কিন্তু তার দলকে অবনমন থেকে রক্ষা করতে পারেননি।
২০১৯ সালে, ওতাবেক ব্রাদার্স ইউনিয়ন একই লিগ থেকে যোগদান করেন। ২০১৯-২০ লিগ বাংলাদেশে কোভিড-১৯ মহামারী এর কারণে লীগ বাতিল হওয়ার আগে তিনি ৫ টি ম্যাচ খেলে ৩ টি গোল করেছিলেন।
২০২০ সালে, ওতাবেক শেখ জামাল ধানমন্ডি ক্লাব এ চলে যান, বাংলাদেশ এর অন্যতম শীর্ষ ক্লাব। প্রিমিয়ার লিগে ক্লাবের হয়ে প্রথম মৌসুমে ২২ ম্যাচে ৭ গোল করেন তিনি। পরের মৌসুমে দুই ম্যাচ কম খেলে সমপরিমাণ লিগ গোল করেন।