ওগ্যুস্তাঁ-লুই কোশি
ওগ্যুস্তাঁ-লুই কোশি[1] (ফরাসি: Augustin Louis Cauchy) (২১শে আগস্ট, ১৭৮৯, প্যারিস, ফ্রান্স – ২৩শে মে, ১৮৫৭, সো, ফ্রান্স) একজন ফরাসি গণিতবিদ, প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি গণিতশাস্ত্রের অনেকগুলি শাখায় অগ্রপথিকসুলভ অবদান রাখেন, যাদের মধ্যে বাস্তব ও জটিল বিশ্লেষণ, বিন্যাস দলের তত্ত্ব এবং পরম্পরা বলবিজ্ঞান বিষয়ক গবেষণা উল্লেখ্য। তিনি প্রায় এককভাবে বিমূর্ত বীজগণিতের জটিল বিশ্লেষণ ও বিন্যাস দলের তত্ত্ব গবেষণা ক্ষেত্রগুলি প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া তিনি অসীম ধারার অভিসৃতি ও অপসৃতি, ব্যবকলনীয় সমীকরণসমূহ, নির্ণায়ক, সম্ভাবনা ও গাণিতিক পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা সম্পাদন করেন। তিনি তাঁর পূর্ববর্তী লেখকদের বীজগণিতের সাধারণীয়তা নামক আবিষ্করণী (Heuristic) মূলনীতিটি প্রত্যাখ্যানকারী প্রথম কিছু গণিতবিদদের একজন ছিলেন, যারা কলনবিদ্যার (ক্যালকুলাসের) উপপাদ্যগুলি বিবৃত করেন ও এগুলিকে কঠোর বিধি মেনে প্রমাণ করেন।
ওগ্যুস্তাঁ-লুই কোশি | |
---|---|
জন্ম | প্যারিস, ফ্রান্স | ২১ আগস্ট ১৭৮৯
মৃত্যু | ২৩ মে ১৮৫৭ ৬৭) সো, ফ্রান্স | (বয়স
জাতীয়তা | ফরাসি |
মাতৃশিক্ষায়তন | একল নাসিওনাল দে পোঁ জে শোসে |
পরিচিতির কারণ | তালিকা দেখুন |
দাম্পত্য সঙ্গী | আলোয়াজ দ্য ব্যুর |
সন্তান | মারি ফ্রঁসোয়াজ আলিসিয়া, মারি মাতিল্দ |
পুরস্কার | গ্রঁ প্রি দ্য লাকাদেমি রোয়াইয়াল দে সিয়ঁস (রাজকীয় বিজ্ঞান অ্যাকাডেমির মহাপুরস্কার) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত, পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | একল সঁত্রাল দ্যু পঁতেওঁ একল নাসিওনাল দে পোঁ জে শোসে একল পোলিতেকনিক |
ডক্টরাল শিক্ষার্থী | ফ্রাঞ্চেস্কো ফা দি ব্রুনো ভিক্তর বুনিয়াকভস্কি |
একজন জ্ঞানগর্ভ গণিতবিদ হিসেবে কোশি তাঁর সমসাময়িক ও উত্তরসূরীদের উপরে ব্যাপক প্রভাব ফেলেছিলেন।[2] ওলন্দাজ গণিতবিদ হান্স ফ্রয়ডেনটাল বলেছিলেন: "অন্য যেকোনও গণিতবিদের চেয়ে কোশি-র নামেই বেশি সংখ্যায় ধারণা ও উপপাদ্য নামকরণ করা হয়েছে। পদার্থবিজ্ঞানের এক স্থিতিস্থাপকতা বিষয়েই কোশির নামে ১৬টি ধারণা ও উপপাদ্য রয়েছে।"[3]
কোশি একজন বহুলপ্রজ লেখক ছিলেন। তিনি গণিতশাস্ত্র ও গাণিতিক পদার্থবিজ্ঞান ক্ষেত্রের বিভিন্ন বিষয়ের উপরে আনুমানিক আটশত গবেষণামূলক নিবন্ধ ও পাঁচটি পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক রচনা করেন।
পাদটীকা
- এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- Chisholm 1911।
- Freudenthal 2008।