ওঁ জয় জগদীশ হরে

ওঁ জয় জগদীশ হরে (হিন্দি: ॐ जय जगदीश हरे) হিন্দুধর্মীয় গান। এটি পরম ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং বেশিরভাগই বিষ্ণু মন্দিরে গাওয়া হয়। যদিও ধর্মীয় স্তোত্রটি হিন্দি ভাষার রচনা, তবে এটি ব্যাপকভাবে সনাতনীরা গেয়ে থাকেন। সত্য সনাতন উপাসনার রূপ আরতির সময় প্রার্থনাটি সমগ্র মণ্ডলী দ্বারা গাওয়া হয়।

বিবরণ

এটি জয়দেবের গীতগোবিন্দমের দশাবতার (সংস্কৃত: दशावतार कीर्ति धवलम्) বিভাগ থেকে অনুপ্রাণিত হতে পারে, ১২ শতকের গীতিমূলক রচনা, যার একই বিরতি রয়েছে:[1]

प्रलयपयोधिजले धृतवानसि वेदम् ॥ विहितवहित्रचरित्रमखेदम्॥ केशवाधृतमीनशरीर जयजगदीशहरे॥

একই সুর ও কাঠামো ব্যবহার করে, কিন্তু বিভিন্ন দেবদেবীর উপর ফোকাস করে গানের ভিন্নতাও রয়েছে। এর মধ্যে রয়েছে ওম জয় লক্ষ্মী মাতা, ওম জয় শিব ওমকারা এবং ওম জয় শিব শক্তি হরে।

এটি লিখেছেন পন্ডিত শারধা রাম ফিল্লাউরী

তথ্যসূত্র

  1. "Gita Govindam of Javadeva"Archive.org। অক্টোবর ২৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.