ও
ও (আধ্বব: /o/) হলো বাংলা লিপির দশম স্বরবর্ণ এবং ১০ম বর্ণ। বাংলা লিপিতে স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি; তার মধ্যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ ৬টি, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ ১টি এবং মাত্রা ছাড়া স্বরবর্ণ ৪টি। ‘ও’ হলো একটি মাত্রাহীন স্বরবর্ণ।
ও | |
---|---|
![]() | |
ব্যবহার | |
লিখনপদ্ধতি | বাংলা লিপি |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | বাংলা ভাষা, অসমীয়া ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, মৈথিলী ভাষা |
উচ্চারণ ব্যবহার | /o/ ~ /ʊ/ |
ইউনিকোড মান | U+0993 |
বর্ণমালায় অবস্থান | ১০ |
ইতিহাস | |
ক্রমবিকাশ |
|
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
বাংলা বর্ণমালা | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্বরবর্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যঞ্জনবর্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
বর্তমানে অব্যবহৃত | ||||||||||||||||||||||||||||||||||||||||
ৠ ঌ ৡ | ||||||||||||||||||||||||||||||||||||||||
বর্ণনা
১.বাক্যের শুরুতে "ওগো শুনছ?"
২.বিভিন্ন শব্দে, যেমনঃ ওল, ওলি, ওজন, ওজর ইত্যাদি।
উদাহরণ
ওস্তাদ,
ওরা,
ওঝা,
ওল,
ওকালতি,
ওপার,
ওরফে,
ওলন্দাজ,
ওষ্ঠ,
ওঙ্কার,
ওখানে,
কম্পিউটিং কোড
আরও দেখুন
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.