ঐশ্বর্যা তৈল ক্ষেত্র

ঐশ্বর্য তৈল ক্ষেত্র ভারতের রাজস্থান রাজ্যের বড়মের জেলায় অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল ক্ষেত্র আবিষ্কারের ঘটনা। ১৯৯৯ সালে এই তৈল ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এই তৈল ক্ষেত্র থেকে প্রতিদিন ৩০,০০০ ব্যারেল খনিজ তেল উত্তলিত হয়। তৈল ক্ষেত্রটির নাম ভারত এর বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চানের নাম অনুসারে রাখা হয়েছে। তাছাড়া ঐশ্বর্য মানে ঐশ্বরিক দান।[1] এটি বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল ক্ষেত্র। ভারতের মোট সঞ্চিত খনিজ তেলের ১০% এখানে রয়েছে এবং প্রতিবছর উৎপাদনের ৩০% আসে এই তৈল ক্ষেত্র থেকে।

ঐশ্বর্য তৈল ক্ষেত্র
দেশ ভারত
অঞ্চলরাজস্থান
অবস্থানবাড়মের
ব্লকআর.জে-ও.এন-৯০-১ (RJ-ON-90-1)
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তীস্থলাভিমুখে
পরিচালককাইরন এনার্জি
ক্ষেত্রের ইতিহাস
আবিষ্কার১৯৯৯
উৎপাদন সূচনামার্চ ২০১৩
উৎপাদন
বর্তমান তেল উৎপাদন৩০,০০০ টি ব্যারেল প্রতি দিন (~{{এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""|এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""|২}} টন/a)
বর্তমান তেল উৎপাদনের বছর২০১৩

তথ্যসূত্র

  1. "Miss World is immortalised in oil" |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.