এ কে এম নাজমুল হাসান
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি একজন বাংলাদেশি জেনারেল। তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক।[1]
শিক্ষাজীবন
হাসান ১৯৮৬ সালের ১৫ জুলাই ১৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। জেনারেল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পিএসসি এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করেন।
সামরিক জীবন
২০২২ সালের জুন থেকে তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[2] ইতিপূর্বে তিনি জিওসি, ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া হিসেবে দায়িত্ব পালন করেন।[3] ২০২৩ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ সরকার তাকে বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। [4]
তথ্যসূত্র
- Dhakatimes24.com। "বিজিবির নতুন ডিজি নাজমুল হাসান, আনসারে আমিনুল হক"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৮।
- "আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী : নাজমুল হাসান নতুন ডিজি | Bhorer Kagoj | ভোরের কাগজ"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৮।
- DainikBogura, দৈনিক বগুড়া ::। "বগুড়া সেনানিবাসে ফ্রেশ সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন"। DainikBogura (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৮।
- "বিজিবি'র নতুন মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৮।