এ এস এম মোজাম্মেল হক
এ এস এম মোজাম্মেল হক বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ।[1][2] তিনি তৎকালীন যশোর-৪ ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[3][4]
এ এস এম মোজাম্মেল হক | |
---|---|
তৎকালীন যশোর-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | মঈনউদ্দিন মিয়াজী |
উত্তরসূরী | শাহ হাদিউজ্জামান |
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৮৭ | |
উত্তরসূরী | শামসুল হুদা খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঝিনাইদহ জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জামায়াতে ইসলামী |
প্রাথমিক জীবন
এ এস এম মোজাম্মেল হক ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
মোজাম্মেল হক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ডেমোক্রেটিক লীগের (আইডিএল) প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[3] ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[4][5] ১৯৮৭ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে তিনি সহ ১০ জন সাংসদ পদত্যাগ করেন।
১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।[6]
মৃত্যু
মোজাম্মেল হক মৃত্যুবরণ করেছেন।[2]
তথ্যসূত্র
- "১৯৭৯ সালে আই.ডি.এল (ইসলামী ডেমোক্রেটিক লীগ)-এর মাধ্যমে নির্বাচিত এমপি ছিলেন যারা"। বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ১৯৭৯। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- "১৯৮৬ সালে জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপি ছিলেন যারা"। বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ১৯৮৬। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ভ্রাম্যমাণ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি (২৪ ডিসেম্বর ২০১৮)। "ঝিনাইদহ-৩: নৌকার শফিকুলের বিরুদ্ধে লড়ছেন ধানের শীষের মতিয়ার"। দৈনিক ইত্তেফাক। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- "এ এস এম মোজাম্মেল হক, আসন নং: ৮৩, ঝিনাইদহ-৩, দল: জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।