এ. জে. ওয়েব

আলেকজান্ডার জোসিয়া ওয়েব (ইংরেজি: A.J. Webbe; জন্ম: ১৬ জানুয়ারি, ১৮৫৫ - মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি, ১৯৪১) লন্ডনের বেথনাল গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৮৭৯ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় তার।

এ. জে. ওয়েব
১৮৯৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে এ. জে. ওয়েব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআলেকজান্ডার জোসিয়া ওয়েব
জন্ম(১৮৫৫-০১-১৬)১৬ জানুয়ারি ১৮৫৫
বেথনাল গ্রীন, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১৯ ফেব্রুয়ারি ১৯৪১(1941-02-19) (বয়স ৮৬)
ফালভেন্স ফার্ম, হো, অ্যাবিঙ্গার, সারে, ইংল্যান্ড
উচ্চতা ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২০)
২ জানুয়ারি ১৮৭৯ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৭০
রানের সংখ্যা ১৪,৪৬৫
ব্যাটিং গড় ২.০০ ২৪.৮১
১০০/৫০ ০/০ ১৪/৬০
সর্বোচ্চ রান ২৪৩*
বল করেছে ৭,৬৯৯
উইকেট ১০৯
বোলিং গড় - ২৫.২১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ৫/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ২২৯/১০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ আগস্ট ২০১৮

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী এ. জে. ওয়েব[1] এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতি ফাস্ট বোলিং করতে পারতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

হ্যারো স্কুলে অধ্যয়ন করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছেন। প্রথম বছরেই ব্লু লাভে সক্ষমতা দেখান। দুইবার তিনি বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। অক্সফোর্ডে অধ্যয়নকালে লর্ডসে জেন্টলম্যানের পক্ষে অংশ নেন। ডব্লিউ জি গ্রেসের সাথে উদ্বোধনী জুটিতে ২০৩ রান তুলেন। নিজে সংগ্রহ করেন ৬৫ রান।

২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বছরেই মিডলসেক্সের পক্ষে প্রথম খেলায় অংশ নেন। ১৮৮৫ সালে মিডলসেক্সের অধিনায়ক হিসেবে মনোনীত হন এ জে ওয়েব। এ পদে তিনি ১৮৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অধিনায়কের দায়িত্ব পালনকালে তৃতীয় বছরে ব্যাটসম্যান হিসেবে স্বর্ণালী সময় অতিবাহিত করেন। ১৮৮৭ সালে ৪৭ গড়ে ১,২৪৪ রান তুলেন। তন্মধ্যে, ইয়র্কশায়ারের বিপক্ষে অপরাজিত ২৪৩* রানের মূল্যবান ইনিংস ছিল।

১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের সাথে শৌখিন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ঐ সফরেই তিনি তার একমাত্র টেস্টে অংশ নিয়ে মাত্র ৪ ও রান তুলতে পেরেছিলেন।

ব্যক্তিগত জীবন

খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর ১৯০০ থেকে ১৯২২ সাল পর্যন্ত মিডলসেক্সের সম্পাদক ও ১৯২৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও, ১৮৮৬ থেকে ১৯০৯ সাল পর্যন্ত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরিচালনা পরিষদের সদস্য ছিলেন এ জে ওয়েব।

১৯ ফেব্রুয়ারি, ১৯৪১ তারিখে সারের অ্যাবিঙ্গার এলাকায় ৮৬ বছর বয়সে এ. জে. ওয়েবের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

  1. Grace, W. G. (২৩ জানুয়ারি ১৮৯১)। "Forty Years of Cricket: No. XXXIII"The Press: 2। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮

আরও দেখুন

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
আইজাক ওয়াকার
মিডলসেক্স ক্রিকেট অধিনায়ক
১৮৮৫–১৮৯৮
(যৌথভাবে - অ্যান্ড্রু স্টডার্ট, ১৮৯৮)
উত্তরসূরী
গ্রিগর ম্যাকগ্রিগর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.