এ. কে. এম. শাহজাহান কামাল
এ. কে. এম. শাহজাহান কামাল হলেন মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৭৬ নং (লক্ষ্মীপুর-৩) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[1] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।[2]
মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. শাহজাহান কামাল | |
---|---|
পূর্বসূরী | শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি |
১০ম জাতীয় সংসদে ২৭৬ নং (লক্ষ্মীপুর-৩) আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – চলমান | |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৫০ আটিয়াতলী, লক্ষ্মীপুর |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতি |
ধর্ম | ইসলাম |
প্রাথমিক জীবন
এ. কে. এম. শাহজাহান কামাল ১ জানুয়ারি ১৯৫০ সালের লক্ষ্মীপুরের আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন।[3][4] তার পিতার নাম ফরিদ আহমেদ এবং মাতা মাছুমা খাতুন।[2]
শিক্ষাজীবন
তিনি ১৯৬৩ সালে লক্ষ্মীপুর মডেল হাইস্কুল থেকে এসএসসি, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ (এস.এ) কলেজ থেকে ১৯৬৫ সালে এইচএসসি পাস করেন এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যায়ে এম এ শ্রেনীতে এবং আইন বিভাগেও ভর্তি হন।
কর্মজীবন
শাহজাহান কামাল ২০১১ সালে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ৩ জানুয়ারি ২০১৮ সালে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান [5] এবং ৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। [6]
রাজনৈতিক জীবন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এসময় আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।তিনি দীর্ঘদিন একনাগাড়ে বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭২ সালে নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।[7]
তথ্যসূত্র
- "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৯। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- "লক্ষ্মীপুর জেলা - জনপ্রতিনিধি : এ. কে. এম. শাহজাহান কামাল"। www.lakshmipur.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- "Constituency 276_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- বিমান ও পর্যটনমন্ত্রী হলেন শাহজাহান কামাল, যুগান্তর, ৩ জানুয়ারি ২০১৮
- বিমান ও বিমান বন্দরকে পরিপাটি করে তুলতে হবে: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, ৮ জানুয়ারি ২০১৯
- একেএম শাহজাহান কামালের বর্নাঢ্য রাজনৈতিক জীবন
বহিঃসংযোগ
- মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. শাহজাহান কামাল - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।