এ.কে.এম. রহমতুল্লাহ
এ কে এম রহমতুল্লাহ (জন্ম: ৪ ডিসেম্বর ১৯৫০) বাংলাদেশের ঢাকা জেলার রাজনীতিবিদ যিনি আওয়ামী লীগের ঢাকা-১১ আসনের সংসদ সদস্য।
এ.কে.এম. রহমতুল্লাহ | |
---|---|
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৮৮ | |
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – চলমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ৪ ডিসেম্বর ১৯৫০
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
এ কে এম রহমতুল্লাহ ৪ ডিসেম্বর ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা রহিম উল্লাহ মোল্লা ও মাতা রওশন আরা বেগম।
কর্মজীবন
এ.কে.এম. রহমতুল্লাহ ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ সংসদ সদস্য নির্বাচিত হন।[1] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় তৎকালীন ঢাকা-৫ সংসদ সদস্য নির্বাচিত হন।[2]
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঢাকা-১০ আসন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[3] ২০১৬ সালের ১০ এপ্রিল তিনি ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।[4] পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[5] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান।[6]
তথ্যসূত্র
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "Constituency 183, Dhaka-10"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- প্রথম আলো (১৮ ফেব্রু ২০১৫)। "উত্তরে রহমতুল্লাহ-সাদেক, দক্ষিণে হাসনাত-শাহে আলম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ডিসে ২০১৮।
- "নির্বাচনী এলাকার নাম ও নম্বর, ১৮৪ ঢাকা -১১"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "এ কে এম রহমতুল্লাহ"। প্রথম আলো। ১০ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ডিসে ২০১৮।