এহসান খান
এহসান খান (জন্ম ১৯৬০) একজন বাংলাদেশি স্থপতি।[1] তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা।
এহসান খান | |
---|---|
জন্ম | ১৯৬৪ |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
ভবনসমুহ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি নিসর্গ ঐরাবত ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার |
২০১০ সালে এহসান খান তার ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকল্পের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার-এর জন্য মনোনীত হন।[2] এছাড়া বঙ্গবন্ধুর সমাধি ডিজাইনের জন্য তিনি বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের বর্ষসেরা স্থপতি পুরস্কার অর্জন করেন।
উল্লেখযোগ্য কর্ম
- শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ
- নিসর্গ ঐরাবত ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার, টেকনাফ
- হাতিরঝিল লেক উন্নয়ন প্রকল্প
- ধানমন্ডি লেক উন্নয়ন প্রকল্প
তথ্যসূত্র
- http://www.thedailystar.net/beta2/news/the-unintentional-wonderland/
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.