এহসান আলী খান
এহসান আলী খান (১ জানুয়ারী ১৯৩১-১০ মার্চ ২০১৭) বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তি। তিনি তৎকালীন রাজশাহী-৩ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসনের সংসদ সদস্য ছিলেন।[1][2]
এহসান আলী খান | |
---|---|
রাজশাহী-৩ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | মেসবাহুল হক |
উত্তরসূরী | সরদার আমজাদ হোসেন |
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
পূর্বসূরী | লতিফুর রহমান |
উত্তরসূরী | লতিফুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারী ১৯৩১ চাঁপাইনবাবগঞ্জ জেলা, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১০ মার্চ ২০১৭ সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | তিন ছেলে ও পাঁচ মেয়ে |
পিতামাতা | এন্তাজ আলী খান, মাতা আয়েশা খানম |
জন্ম ও প্রাথমিক জীবন
এহসান আলী খান ১ জানুয়ারী ১৯৩১ চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা এন্তাজ আলী খান এবং মাতা আয়েশা খানম। পিতা-মাতার একমাত্র সন্তান ছিলেন তিনি।[3]
রাজনৈতিক ও কর্মজীবন
এহসান আলী খান ১৯৪৮ সালে আওয়ামী মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনৈতির পাশাপাশি তিনি ছিলেন নাট্যব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক। সিরাজদৌলা নাটকে তিনি ‘নবাব’ চরিত্রে অভিনয় করে করেছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন রাজশাহী-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে তিনি সম্মিলিত বিরোধী দলের মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[2]
মৃত্যু
এহসান আলী খান ১০ মার্চ ২০১৭ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়ে।[4]
তথ্যসূত্র
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "এহসান আলী খাঁন"। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- "শোক, এহসান আলী খান"। দৈনিক প্রথম আলো। ১২ মার্চ ২০১৭। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।