এহসানুল হক
এহসানুল হক (জন্ম: ১ ডিসেম্বর ১৯৭৯) একজন বাংলাদেশী ক্রিকেটার।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এহসানুল হক সিজান | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯০ সাল থেকে ক্রিকেট খেলা শুরু করেন। ঢাক্লা ইউনিভার্সিটির বিজ্ঞানের মৃত্তিকা অনুষধ থেকে সে অনার্স শেষ করে। ১৯৯৪ সালে মতিঝিল মডেল স্কুল থেকে বের হয়ে স্কুল ক্রিকেট জীবন শুরু করে। বাংলাদেশ জাতীয় ডাক ডাক পান ২০০১ সালে। জাতীয় দলে একজন প্রথম সারির ব্যাটসম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার হিসাবে ১নংয়ে ব্যাটিং করতেন। ২০০৩ সালে বিশ্বকাপ দলে অন্তুর্ভুক্ত হয়ে একাদশে ওপেনার হিসেবে খেলেন। ২০০৮ সালে তিনি খেলা থেকে অবসর নেন। বর্তমানে বয়স ভিত্তিক ক্রিকেটে বিসিবির একজন বাছাইকারক হিসেবে কর্মরত আছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে এহসানুল হক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.