এস্তোনিয়া জাতীয় ফুটবল দল

এস্তোনিয়া জাতীয় ফুটবল দল (এস্তোনীয়: Eesti jalgpallikoondis, ইংরেজি: Estonia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে এস্তোনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম এস্তোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২০ সালের ১৭ই অক্টোবর তারিখে, এস্তোনিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে এস্তোনিয়া ফিনল্যান্ডের কাছে ৬–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

এস্তোনিয়া
ডাকনামSinisärgid (নীল শার্ট)
অ্যাসোসিয়েশনএস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচটমাস হাবেরলি
অধিনায়করাগনার ক্লাভান
সর্বাধিক ম্যাচমার্টিন রাইম (১৫৭)
শীর্ষ গোলদাতাআন্দ্রেস ওপের (৩৮)
মাঠএ. লে কক এরিনা
ফিফা কোডEST
ওয়েবসাইটwww.jalgpall.ee
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১০ ৪ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ৪৭ (মার্চ ২০১২)
সর্বনিম্ন১৩৭ (অক্টোবর ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১০৪ ১২ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ৫১ (আগস্ট ১৯২৭, সেপ্টেম্বর ১৯২৯, আগস্ট ১৯৩০)
সর্বনিম্ন১৭৫ (আগস্ট ১৯৯৫, মে ১৯৯৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ফিনল্যান্ড ৬–০ এস্তোনিয়া 
(হেলসিঙ্কি, ফিনল্যান্ড; ১৭ অক্টোবর ১৯২০)
বৃহত্তম জয়
 এস্তোনিয়া ৬–০ লিথুয়ানিয়া 
(তাল্লিন, এস্তোনিয়া; ২৬ জুলাই ১৯২৮)
 জিব্রাল্টার ০–৬ এস্তোনিয়া 
(ফারু/লোলে, পর্তুগাল; ৭ অক্টোবর ২০১৭)
বৃহত্তম পরাজয়
 ফিনল্যান্ড ১০–২ এস্তোনিয়া 
(হেলসিঙ্কি, ফিনল্যান্ড; ১১ আগস্ট ১৯২২)
 জার্মানি ৮–০ এস্তোনিয়া 
(মাইনৎস, জার্মানি; ১১ জুন ২০১৯)

১৪,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এ. লে কক এরিনায় নীল শার্ট নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টমাস হাবেরলি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইয়ারি কালচোর রক্ষণভাগের খেলোয়াড় রাগনার ক্লাভান

এস্তোনিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও এস্তোনিয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

মার্টিন রাইম, মার্কো ক্রিস্টাল, আন্দ্রেস ওপের, কনস্টান্টিন ভাসিলিয়েভ এবং ইন্দ্রেক জেলিনস্কির মতো খেলোয়াড়গণ এস্তোনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১২ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এস্তোনিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৭তম) অর্জন করে এবং ২০০৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৩৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে এস্তোনিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫১তম (যা তারা সর্বপ্রথম ১৯২৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৮  সিয়েরা লিওন১১৭৩.৮৯
১০৯  উত্তর কোরিয়া১১৬৯.৯৬
১১০  এস্তোনিয়া১১৬৯.০৬
১১১  থাইল্যান্ড১১৬৭.৬৮
১১২  নামিবিয়া১১৬২.৯৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০২  লুক্সেমবুর্গ১৩৯৩
১০৩ ১৮  থাইল্যান্ড১৩৮৭
১০৪ ১২  এস্তোনিয়া১৩৮৬
১০৫ ১০  গিনি১৩৮৪
১০৬  অ্যাঙ্গোলা১৩৮৩

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪উত্তীর্ণ হয়নি
১৯৩৮১১
১৯৫০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪উত্তীর্ণ হয়নি১০২৭
১৯৯৮১০১৬
২০০২১০১০২৬
২০০৬১২১৬১৭
২০১০১০২৪
২০১৪১০২০
২০১৮১০১৩১৯
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৭৬১৬১১৪৯৬৫১৬৬

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.