এসিসি ট্রফি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি বা এসিসি ট্রফি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতাবিশেষএশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলতঃ এশিয়ার টেস্ট ক্রিকেট বহির্ভূত দেশের জাতীয় দলগুলো এসিসি ট্রফিতে অংশ নেয়। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দ্বি-বার্ষিকভিত্তিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে তৃতীয় বিভাগ হিসেবে পরিচিত এসিসি প্রিমিয়ার লীগ এর স্থলাভিষিক্ত হয়। সাম্প্রতিককালে ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতে এসিসি ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। ২০০০২০০৬ সালের প্রতিযোগিতার শিরোপা বিজয়ী দল একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায় ও এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

এসিসি ট্রফি
ব্যবস্থাপকএশিয়ান ক্রিকেট কাউন্সিল
খেলার ধরন৫০-ওভার
প্রথম টুর্নামেন্ট১৯৯৬
শেষ টুর্নামেন্ট২০১২
সর্বাধিক সফল সংযুক্ত আরব আমিরাত (৫ শিরোপা)

পূর্বতন ফাইনাল

এসিসি
সাল স্বাগতিক চূড়ান্ত খেলার মাঠ স্কোর ফলাফল
১৯৯৬মালয়েশিয়া কুয়ালালামপুর  বাংলাদেশ ২১২ (৪৯.৩ ওভার); (শাহরিয়ার হোসেন ৫৮, আমিনুল ইসলাম ৪৩; সেলিম রাজা ৩/?)
 সংযুক্ত আরব আমিরাত ১০৪ (৩৬.৫ ওভার) (আরশাদ লায়েক ৩১*, সেলিম রাজা ২০; আনিসুর রহমান ৩/২৬, শেখ সালাহউদ্দিন ৩/১৩)
বাংলাদেশ ১০৮ রানে বিজয়ী
১৯৯৮নেপাল কাঠমান্ডু  মালয়েশিয়া ৮৩ (৩৭.২ ওভার); (রোহন সেলভারত্মম ২৫; আমিনুল ইসলাম ৩/২২)
 বাংলাদেশ ৮৫/২ (২১.১ ওভার) (শাহরিয়ার হোসেন ৫১)
বাংলাদেশ ৮ উইকেটে বিজয়ী
২০০০সংযুক্ত আরব আমিরাত শারজাহ  হংকং ১৮৬ (৪৯.৪ ওভার) (আর. শর্মা ৭৮; অসীম সাঈদ ৪/৩২)
 সংযুক্ত আরব আমিরাত ১৯১/৭ (৪৪ ওভার) (মেহমু; পিরাবক্স ৫৬, মিরাজ খালিক ৪২*; মোহাম্মদ জুবায়ের ৪/৩০)
সংযুক্ত আরব আমিরাত ৩ উইকেটে বিজয়ী
২০০২সিঙ্গাপুর সিঙ্গাপুর    নেপাল ১৮৪ (৫০ ওভার) (পিপি লোহানী ৫২, এসপি গৌচাঁন ৪৭; আরশাদ আলী ৪/২৪)
 সংযুক্ত আরব আমিরাত ১৮৫/৪ (৩৮.৩ ওভার) (খুররম খান ৬০*, অসীম সাঈদ ৪১, বিকে দাস ২/২৭)
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী
২০০৪মালয়েশিয়া কুয়ালালামপুর  সংযুক্ত আরব আমিরাত ২৫৩/৭ (৫০ ওভার) (সৈয়দ মাকসুদ ৬৭, নাইমুদ্দিন ৩৭; হিমেল মেহতা ৩/৩৮)
 ওমান ১৫৯ (৪৪ ওভার) (হিমেল মেহতা ৩৯; আলী আসাদ ৪/৩৮)
সংযুক্ত আরব আমিরাত ৯৪ রানে বিজয়ী
২০০৬মালয়েশিয়া কুয়ালালামপুর  হংকং ১৭৪/৮ (৫০ ওভার) (টি.স্মার্ট ৫৬, আর. শর্মা ৪৫; এ. আলী ৩/৩৫)
 সংযুক্ত আরব আমিরাত ১৭৫/৫ (৩৫.৩ ওভার) (কে.খান ৫৯*; এন. আহমেদ ৩/৪৮)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে বিজয়ী
এসিসি ট্রফি এলিট
সাল স্বাগতিক চূড়ান্ত খেলার মাঠ স্কোর ফলাফল
২০০৮মালয়েশিয়া কুয়ালালামপুর  সংযুক্ত আরব আমিরাত ২৪৩/৭ (৫০ ওভার) (সাকিব আলী ১০২, নজীব আমর ৪/৬১)
 হংকং ২০৫/৭ (৩৪.১ ওভার) (নজীব আমর ১০০, স্বদ্বীপ সিলভা ৩.৩৯)
হংকং ৩ উইকেটে বিজয়ী (ডি/এল)
২০১০কুয়েত কুয়েত সিটি  আফগানিস্তান ২২৪ (৫০ ওভার) (করিম সাদিক ৫৮, বিনোদ দাস ৩/৩৫)
   নেপাল ১২৯ (৪০ ওভার) (শরদ বিশ্বকর ৩৫, নওরোজ মঙ্গল ২/৯)
আফগানিস্তান ৯৫ রানে বিজয়ী
২০১২সংযুক্ত আরব আমিরাত শারজাহ  সংযুক্ত আরব আমিরাত ২৪১/৬ (৫০ ওভার) (সাকিব আলী ১০১*, শক্তি গৌচাঁন ৩/৩৬)
   নেপাল ২৪১/৯ (৫০ ওভার) (সুবাস খাকুরেল ৫৫, আহমেদ রাজা ২/৪৪)
খেলা টাই। নেপাল ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে ট্রফি জয়লাভ করে।
এসিসি ট্রফি চ্যালেঞ্জ
সাল স্বাগতিক চূড়ান্ত খেলার মাঠ স্কোর ফলাফল
২০০৯থাইল্যান্ড চিয়াং মাই  ওমান ৩২২/৯ (৫০ ওভার) (আদনান ইলিয়াস ১৩৮, আউয়াল খান ৩২*)
 ভুটান ১০৪ (৪০ ওভার) (কুমার সুব্বা ৪০; আউয়াল খান ৩/২৭, হিমেল মেহতা ৩/২২)
ওমান ২১৩ রানে বিজয়ী
২০১০থাইল্যান্ড ব্যাংকক[1]  সৌদি আরব ১৩৯ (৪৩.৩ ওভার) (শোয়েব আলী ৩৯; আহমেদ ফয়েজ ৩/১৯)
 মালদ্বীপ ১৪০/৯ (৪১.৪ ওভার) (আব্দুল্লা শহীদ ৩০; শোয়েব আলী ৫/২৫)
মালদ্বীপ ১ উইকেটে বিজয়ী
২০১২থাইল্যান্ড চিয়াং মাই[2]  সিঙ্গাপুর ২১৪/৮ (৫০ ওভার); (সি. সূর্যবংশী ৪০, কে. সিন্ধে ৩৬; কিউ. সাঈদ ৩/২৭)
 বাহরাইন ১৯০ (৪৫.৪ ওভার); (এস. ইউসুফ ৩১; এ.মাহবুব ৫/২২)
সিঙ্গাপুর ২৪ রানে বিজয়ী

অংশগ্রহণকারী দল

নির্দেশিকা
  • ১ম – চ্যাম্পিয়ন
  • ২য় – রানার্স আপ
  • ৩য় – তৃতীয় স্থান
  • এসএফ – সেমি-ফাইনাল
  • জিএস – গ্রুপ পর্ব
  • কিউ – যোগ্যতা লাভ
  •      স্বাগতিক
দল মালয়েশিয়া
১৯৯৬
নেপাল
১৯৯৮
সংযুক্ত আরব আমিরাত
২০০০
সিঙ্গাপুর
২০০২
মালয়েশিয়া
২০০৪
মালয়েশিয়া
২০০৬
মালয়েশিয়া
২০০৮
কুয়েত
২০১০
সংযুক্ত আরব আমিরাত
২০১২
মোট
 আফগানিস্তান ৬ষ্ঠ৩য়৩য়১ম৩য়
 বাহরাইন জিএস৬ষ্ঠ৭ম১০ম
 বাংলাদেশ ১ম১ম
 ভুটান কিউএফ১৩শ৮ম১০ম
 ব্রুনাই জিএস১৫শ
 ফিজি এসএফ
 হংকং জিএসএসএফ২য়এসএফজিএস২য়১ম৩য়৫ম
 ইরান জিএস১৬শ
 জাপান জিএসজিএসজিএস
 কুয়েত জিএসজিএস৩য়৯ম৮ম৭ম৭ম
 মালয়েশিয়া জিএস২য়এসএফএসএফকিউএফ৭ম৬ষ্ঠ৪র্থ৪র্থ
 মালদ্বীপ জিএসজিএসজিএসজিএসজিএস১৪শ৮ম
 মিয়ানমার ১৭শ
   নেপাল জিএসজিএসএসএফ২য়৫ম৪র্থ৪র্থ২য়১ম
 ওমান জিএস২য়১১শ৬ষ্ঠ৬ষ্ঠ
 পাপুয়া নিউগিনি এসএফজিএস
 কাতার জিএস৪র্থ৮ম৯ম
 সৌদি আরব জিএস১০ম১০ম৯ম
 সিঙ্গাপুর জিএসজিএসজিএসজিএসজিএস৫ম৫ম৯ম
 থাইল্যান্ড জিএসজিএসজিএসজিএস১২শ
 সংযুক্ত আরব আমিরাত ২য়এসএফ১ম১ম১ম১ম২য়৫ম১ম

শিরোপা

দলচ্যাম্পিয়নরানার-আপ
 সংযুক্ত আরব আমিরাত
 বাংলাদেশ
   নেপাল
 হংকং
 আফগানিস্তান
 ওমান
 মালয়েশিয়া

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.