এসিসি ট্রফি
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি বা এসিসি ট্রফি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলতঃ এশিয়ার টেস্ট ক্রিকেট বহির্ভূত দেশের জাতীয় দলগুলো এসিসি ট্রফিতে অংশ নেয়। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দ্বি-বার্ষিকভিত্তিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে তৃতীয় বিভাগ হিসেবে পরিচিত এসিসি প্রিমিয়ার লীগ এর স্থলাভিষিক্ত হয়। সাম্প্রতিককালে ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতে এসিসি ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। ২০০০ ও ২০০৬ সালের প্রতিযোগিতার শিরোপা বিজয়ী দল একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায় ও এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।
এসিসি ট্রফি | |
---|---|
ব্যবস্থাপক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | ৫০-ওভার |
প্রথম টুর্নামেন্ট | ১৯৯৬ |
শেষ টুর্নামেন্ট | ২০১২ |
সর্বাধিক সফল | ![]() |
পূর্বতন ফাইনাল
এসিসি | ||||
---|---|---|---|---|
সাল | স্বাগতিক | চূড়ান্ত খেলার মাঠ | স্কোর | ফলাফল |
১৯৯৬ | মালয়েশিয়া | কুয়ালালামপুর | ![]() ![]() |
বাংলাদেশ ১০৮ রানে বিজয়ী |
১৯৯৮ | নেপাল | কাঠমান্ডু | ![]() ![]() |
বাংলাদেশ ৮ উইকেটে বিজয়ী |
২০০০ | সংযুক্ত আরব আমিরাত | শারজাহ | ![]() ![]() |
সংযুক্ত আরব আমিরাত ৩ উইকেটে বিজয়ী |
২০০২ | সিঙ্গাপুর | সিঙ্গাপুর | ![]() ![]() |
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী |
২০০৪ | মালয়েশিয়া | কুয়ালালামপুর | ![]() ![]() |
সংযুক্ত আরব আমিরাত ৯৪ রানে বিজয়ী |
২০০৬ | মালয়েশিয়া | কুয়ালালামপুর | ![]() ![]() |
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে বিজয়ী |
এসিসি ট্রফি এলিট | ||||
সাল | স্বাগতিক | চূড়ান্ত খেলার মাঠ | স্কোর | ফলাফল |
২০০৮ | মালয়েশিয়া | কুয়ালালামপুর | ![]() ![]() |
হংকং ৩ উইকেটে বিজয়ী (ডি/এল) |
২০১০ | কুয়েত | কুয়েত সিটি | ![]() ![]() |
আফগানিস্তান ৯৫ রানে বিজয়ী |
২০১২ | সংযুক্ত আরব আমিরাত | শারজাহ | ![]() ![]() |
খেলা টাই। নেপাল ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে ট্রফি জয়লাভ করে। |
এসিসি ট্রফি চ্যালেঞ্জ | ||||
সাল | স্বাগতিক | চূড়ান্ত খেলার মাঠ | স্কোর | ফলাফল |
২০০৯ | থাইল্যান্ড | চিয়াং মাই | ![]() ![]() |
ওমান ২১৩ রানে বিজয়ী |
২০১০ | থাইল্যান্ড | ব্যাংকক[1] | ![]() ![]() |
মালদ্বীপ ১ উইকেটে বিজয়ী |
২০১২ | থাইল্যান্ড | চিয়াং মাই[2] | ![]() ![]() |
সিঙ্গাপুর ২৪ রানে বিজয়ী |
অংশগ্রহণকারী দল
- নির্দেশিকা
- ১ম – চ্যাম্পিয়ন
- ২য় – রানার্স আপ
- ৩য় – তৃতীয় স্থান
- এসএফ – সেমি-ফাইনাল
- জিএস – গ্রুপ পর্ব
- কিউ – যোগ্যতা লাভ
- — স্বাগতিক
দল | ![]() ১৯৯৬ |
![]() ১৯৯৮ |
![]() ২০০০ |
![]() ২০০২ |
![]() ২০০৪ |
![]() ২০০৬ |
![]() ২০০৮ |
![]() ২০১০ |
![]() ২০১২ |
মোট |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
— | — | — | — | ৬ষ্ঠ | ৩য় | ৩য় | ১ম | ৩য় | ৫ |
![]() |
— | — | — | — | জিএস | ৬ষ্ঠ | ৭ম | ১০ম | — | ৪ |
![]() |
১ম | ১ম | — | — | — | — | — | — | — | ২ |
![]() |
— | — | — | — | কিউএফ | ১৩শ | — | ৮ম | ১০ম | ৪ |
![]() |
জিএস | — | — | — | — | ১৫শ | — | — | — | ২ |
![]() |
এসএফ | — | — | — | — | — | — | — | — | ১ |
![]() |
জিএস | এসএফ | ২য় | এসএফ | জিএস | ২য় | ১ম | ৩য় | ৫ম | ৯ |
![]() |
— | — | — | — | জিএস | ১৬শ | — | — | — | ২ |
![]() |
জিএস | জিএস | জিএস | — | — | — | — | — | — | ৩ |
![]() |
— | — | জিএস | জিএস | ৩য় | ৯ম | ৮ম | ৭ম | ৭ম | ৭ |
![]() |
জিএস | ২য় | এসএফ | এসএফ | কিউএফ | ৭ম | ৬ষ্ঠ | ৪র্থ | ৪র্থ | ৯ |
![]() |
জিএস | জিএস | জিএস | জিএস | জিএস | ১৪শ | — | — | ৮ম | ৭ |
![]() |
— | — | — | — | — | ১৭শ | — | — | — | ১ |
![]() |
জিএস | জিএস | এসএফ | ২য় | ৫ম | ৪র্থ | ৪র্থ | ২য় | ১ম | ৯ |
![]() |
— | — | — | জিএস | ২য় | ১১শ | — | ৬ষ্ঠ | ৬ষ্ঠ | ৫ |
![]() |
এসএফ | জিএস | — | — | — | — | — | — | — | ২ |
![]() |
— | — | — | জিএস | ৪র্থ | ৮ম | ৯ম | — | — | ৪ |
![]() |
— | — | — | — | জিএস | ১০ম | ১০ম | — | ৯ম | ৪ |
![]() |
জিএস | জিএস | জিএস | জিএস | জিএস | ৫ম | ৫ম | ৯ম | — | ৮ |
![]() |
জিএস | জিএস | — | জিএস | জিএস | ১২শ | — | — | — | ৫ |
![]() |
২য় | এসএফ | ১ম | ১ম | ১ম | ১ম | ২য় | ৫ম | ১ম | ৯ |
শিরোপা
দল | চ্যাম্পিয়ন | রানার-আপ |
---|---|---|
![]() | ৫ | ২ |
![]() | ২ | ০ |
![]() | ১ | ২ |
![]() | ১ | ২ |
![]() | ১ | ০ |
![]() | ০ | ১ |
![]() | ০ | ১ |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.