এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, যা এশিয়ার বিভিন্ন দেশগুলির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলগুলি নিয়ে অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এটি অনুষ্ঠিত হয় ও ভারত জয়লাভ করে। ২০২১-এর ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে এর সর্বশেষ সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে।
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | ৫০ ওভার |
প্রথম টুর্নামেন্ট | ১৯৮৯ |
শেষ টুর্নামেন্ট | ২০২১ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২৩ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
দলের সংখ্যা | ৮ |
বর্তমান চ্যাম্পিয়ন | ভারত (৮ম শিরোপা) |
সর্বাধিক সফল | ভারত (৮টি শিরোপা) |
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাস
এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিচালিত অনূর্ধ্ব-১৯ এলিট কাপের অন্যতম সুফল ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন। প্রথম দিকে এর নাম ছিল যুব এশিয়া কাপ। প্রথম দুটি দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত।[1] তখন বাংলাদেশ (২০০০ সাল পর্যন্ত) ও ইএপির সদস্যভূক্ত দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করত।[2]
বাংলাদেশ ও ইএপি সদস্যভূক্ত দেশগুলি প্রতিযোগিতা ত্যাগ করার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য দলের সংখ্যা ২ থেকে কমিয়ে ১ করা হয় (২০০৭ পর্যন্ত)।[3]
এরপর এসিসি প্রাপ্তবয়স্কদের ক্রিকেটে এসিসি ট্রফির সূচনা ঘটালে, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও দুটি ডিভিশন তৈরী হয়।
- এলিট কাপ − দু'বছর অন্তর অনুষ্ঠিত হতে থাকে
- চ্যালেঞ্জ কাপ − দুটি এলিট কাপের মধ্যবর্তী বছরে অনুষ্ঠিত হতে থাকে
এলিট কাপের সর্বশেষ সংস্করণ থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। বিজয়ী দল ছিল সিঙ্গাপুর।[4]
ফলাফল
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বছর | আয়োজক দেশ | ফাইনাল | |||
---|---|---|---|---|---|
স্টেডিয়াম | বিজয়ী | ফলাফল | রানার্স আপ | ||
১৯৮৯ | বাংলাদেশ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ভারত ২২৪/৭ (৪৯ ওভার) |
ভারত ৭৯ রানে জয়ী স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ১৪৫/১০ (৩৯.৫ ওভার) |
২০০৩ | পাকিস্তান | গাদ্দাফি স্টেডিয়াম | ভারত ২২৯/২ (৪৪.৪ ওভার) |
ভারত ৮ উইকেটে জয়ী স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ২২৫/১০ (৪৯.৪ ওভার) |
২০১২ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | পাকিস্তান/ ভারত ২৮২/৯ (৫০ ওভার) ২৮২/৮ (৫০ ওভার) ম্যাচ টাই হলে ট্রফি ভাগাভাগি করা হয় স্কোরকার্ড | ||
২০১৩/১৪ | সংযুক্ত আরব আমিরাত | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম | ভারত ৩১৪/৮ (৫০ ওভার) |
ভারত ৪০ রানে জয়ী স্কোরকার্ড |
পাকিস্তান ২৭৪/৯ (৫০ ওভার) |
২০১৬ | শ্রীলংকা | আর প্রেমাদাসা স্টেডিয়াম | ভারত ২৭৩/৮ (৫০ ওভার) |
ভারত ৩৪ রানে জয়ী স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ২৩৯/১০ (৪৮.৪ ওভার) |
২০১৭ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | আফগানিস্তান ২৪৮/৭ (৫০ ওভার) |
আফগানিস্তান ১৮৫ রানে জয়ী |
পাকিস্তান ৬৩/১০ (২২.১ ওভার) |
২০১৮ | বাংলাদেশ | শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম | ভারত ৩০৪/৩ (৫০ ওভার) |
ভারত ১৪৪ রানে জয়ী স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ১৬০ (৩৮.৪ ওভার) |
২০১৯ | শ্রীলঙ্কা | আর প্রেমাদাসা স্টেডিয়াম | ভারত ১০৬ (৩২.৪ ওভার) |
ভারত ৫ রানে জয়ী স্কোরকার্ড |
বাংলাদেশ ১০১ (৩৩ ওভার) |
২০২১ | সংযুক্ত আরব আমিরাত | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ভারত ১০৪/১ (২১.৩ ওভার) |
ভারত ৯ উইকেটে জয়ী (ডি/এল) স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ১০৬/৯ (৩৮ ওভার) |
এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার লিগ
বছর | আয়োজক দেশ | ফলাফল | ||
---|---|---|---|---|
বিজয়ী | ব্যবধান | রানার্স আপ | ||
২০১৪ | কুয়েত | আফগানিস্তান ১০ পয়েন্ট |
পয়েন্টে আফগানিস্তান জয়ী টেবিল |
নেপাল ৮ পয়েন্ট |
২০১৫ | মালয়েশিয়া | আফগানিস্তান ১০ পয়েন্ট |
পয়েন্টে আফগানিস্তান জয়ী টেবিল |
নেপাল ৮ পয়েন্ট |
এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ
বছর | টুর্নামেন্টের নাম | স্বাগতিক জাতি | স্টেডিয়াম | ফাইনাল | ||
---|---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার্স আপ | ||||
১৯৯৭ | যুব এশিয়া কাপ | হংকং | কাউলুন ক্রিকেট ক্লাব | বাংলাদেশ ৩৪৭ সবাই আউট |
বাংলাদেশ ২৫৬ রানে জয়ী ফলাফল |
পাপুয়া নিউগিনি ৯১ সবাই আউট |
১৯৯৯ | যুব এশিয়া কাপ | সিঙ্গাপুর | কালাং গ্রাউন্ড | বাংলাদেশ ১২৬/৪ (২৯.১ ওভার) |
বাংলাদেশ ৬ উইকেটে জয়ী স্কোরকার্ড |
নেপাল ১২৫ সবাই আউট (৩৯.২ ওভার) |
২০০১ | যুব এশিয়া কাপ | নেপাল | ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ড | নেপাল | নেপাল ৭ উইকেটে জয়ী | মালয়েশিয়া |
২০০৩ | যুব এশিয়া কাপ | পাকিস্তান | জাতীয় স্টেডিয়াম, করাচি | নেপাল ১৫৫/৫ (২৫ ওভার) |
নেপাল ৩০ রানে জয়ী (ডি/এল) স্কোরকার্ড |
মালয়েশিয়া ১২৫/৬ (২৫ ওভার) |
২০০৫ | এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ | নেপাল | ত্রিভুবন | নেপাল ৮৭/৩ (২৫.৩ ওভার) |
নেপাল ৭ উইকেটে জয়ী স্কোরকার্ড |
মালয়েশিয়া ৮৩/১০ (২৫.৫ ওভার) |
২০০৭ | এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | নেপাল ১৭২/১০ (৪৯.৪ ওভার) |
নেপাল ৪৮ রানে জয়ী স্কোরকার্ড |
আফগানিস্তান ১২৪/১০ (৪৫.৫ ওভার) |
২০০৯ | এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ | কুয়েত | হুবারা | হংকং ২১৬/২ (৪৭ ওভার) |
হংকং ৮ উইকেটে জয়ী স্কোরকার্ড |
আফগানিস্তান ২১৫/৯ (৫০ ওভার) |
২০১১ | এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ | থাইল্যান্ড | প্রেম ওভাল | আফগানিস্তান ২০০/৯ (৫০ ওভার) |
আফগানিস্তান ৬১ রানে জয়ী স্কোরকার্ড |
নেপাল ১৩৯ সবাই আউট (৪৩.১ ওভার) |
২০১৩ | এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | আফগানিস্তান ৫৮/০ (১১.১ ওভার) |
আফগানিস্তান ১০ উইকেটে জয়ী স্কোরকার্ড |
সংযুক্ত আরব আমিরাত ৫৭ (২৭.২ ওভার) |
২০১৪ | এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার লীগ | কুয়েত | — | আফগানিস্তান ১০ পয়েন্ট |
লিগে অবস্থান ভিত্তিতে লিগ |
নেপাল ৮ পয়েন্ট |
২০১৭ | আইসিসি এশিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্ব | সিঙ্গাপুর | — | আফগানিস্তান ১২ পয়েন্ট |
লিগে অবস্থান ভিত্তিতে লিগ |
নেপাল ৮ পয়েন্ট |
২০১৯ | আইসিসি এশিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্ব | মালয়েশিয়া | — | সংযুক্ত আরব আমিরাত ১০ পয়েন্ট |
লিগে অবস্থান ভিত্তিতে[5] | নেপাল ৮ পয়েন্ট |
আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের এশিয়া বাছাই বিভাগ ২
বছর | আয়োজক দেশ | স্টেডিয়াম | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার আপ | |||
২০১৬ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | মালয়েশিয়া | মালয়েশিয়া ৬ উইকেটে জয়ী স্কোরকার্ড |
সিঙ্গাপুর |
এসিসি অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জ কাপ
বছর | আয়োজক দেশ | স্টেডিয়াম | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার আপ | |||
২০০৮ | থাইল্যান্ড | প্রেম ওভাল | সৌদি আরব ২৪৭/১০ (৪৯.৪ ওভার) |
সৌদি আরব ৫৯ রানে জয়ী স্কোরকার্ড |
ভুটান ১৮৮/১০ (৪৫.১ ওভার) |
২০০৯ | থাইল্যান্ড | প্রেম ওভাল | বাহরাইন ১০৪/৫ (৩৩ ওভার) |
বাহরাইন ৫ উইকেটে জয়ী স্কোরকার্ড |
থাইল্যান্ড ১০০/১০ (৩৬.১ ওভার) |
২০১১ | মালয়েশিয়া | কিনরারা ওভাল | সৌদি আরব ১২৯/৬ (৪২.৩ ওভার) |
সৌদি আরব ৪ উইকেটে জয়ী | কুয়েত ১২৫/১০ (৩৫.৩ ওভার) |
২০১৩ | থাইল্যান্ড | তেরডথাই ক্রিকেট গ্রাউন্ড | সিঙ্গাপুর ১৬৯ (৪৯.১ ওভার) |
সিঙ্গাপুর ১৬ রানে জয়ী | ওমান ১৫৩ (৪৫.২ ওভার) |
আরও দেখুন
তথ্যসূত্র
- Asian Youth Cup:Bangladesh and Nepal Qualify for U-19 World Cup espncricinfo.com 18/02/11
- A brief history... espncricinfo.com 18/02/11
- ICC prepares to launch U-19 World Cup espncricinfo.com 18/02/11
- ACC U-19 Challenge 2013 asiancricket.org 19/22/13
- "ICC Under-19 World Cup Qualifier Asia Division One 2019 - পয়েন্ট Table – ESPNcricinfo.com"। icc-cricket। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯।