এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ

এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েটেড রেসলিং কমিটি (এএডাব্লিউসি) কর্তৃক আয়োজিত কুস্তির বা রেসলিংয়ের এশিয়া মহাদেশীয় প্রতিযোগিতা।

১৯৭৯ সালে এই চ্যাম্পিয়নশিপ তথা পুরুষদের প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে ১৯৯৬ সালে সর্বপ্রথম নারীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়।[1]

প্রতিযোগিতা

বছর তারিখ শহর ও স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন
পুরুষ ফ্রি-স্টাইল পুরুষদের গ্রিক-রোমান নারী ফ্রি-স্টাইল
১৯৭৯ ৮–১১ নভেম্বর জলন্ধর, ভারত  ইরান
১৯৮১ ১–৪ ডিসেম্বর লাহোর, পাকিস্তান  ইরান
১৯৮৩ ৮–১১ নভেম্বর তেহরান, ইরান  ইরান  ইরান
১৯৮৭ ১৩–১৭ October মুম্বই, ভারত  ইরান  জাপান
১৯৮৮ ১২–১৬ ডিসেম্বর ইসলামাবাদ, পাকিস্তান  ইরান
১৯৮৯ ৩০ জুন – ২ জুলাই ওয়ারাই, জাপান  ইরান  দক্ষিণ কোরিয়া
১৯৯১ ১৭–১৯ এপ্রিল নতুন দিল্লি, ভারত  ইরান
১৬–১৮ মে তেহরান, ইরান  দক্ষিণ কোরিয়া
১৯৯২ ৭–১০ এপ্রিল তেহরান, ইরান  ইরান  দক্ষিণ কোরিয়া
১৯৯৩ ১৬–১৮ এপ্রিল উলানবাটর, মঙ্গোলিয়া  ইরান
২৩–২৫ এপ্রিল হিরোশিমা, জাপান  দক্ষিণ কোরিয়া
১৯৯৫ ২৭ জুন – ৩ জুলাই ম্যানিলা, ফিলিপাইন  ইরান  কাজাখস্তান
১৯৯৬ ৪–১০ এপ্রিল শাওশ্যান, গণচীন  ইরান  দক্ষিণ কোরিয়া  জাপান
১৯৯৭ ১২–১৮ এপ্রিল তেহরান, ইরান  ইরান  দক্ষিণ কোরিয়া
২০–২১ জুলাই তাইপে, তাইওয়ান  জাপান
১৯৯৯ ২৫–৩০ মে তাশখন্দ, উজবেকিস্তান  উজবেকিস্তান  উজবেকিস্তান  জাপান
২০০০ ২৬–২৮ এপ্রিল কুয়েইলিন, গণচীন  উজবেকিস্তান
৫–৭ মে সিউল, দক্ষিণ কোরিয়া  দক্ষিণ কোরিয়া  জাপান
২০০১ ৫–১০ জুন উলানবাটর, মঙ্গোলিয়া  ইরান  ইরান  গণচীন
২০০৩ ৫–৮ জুন নতুন দিল্লি, ভারত  ইরান  ইরান  জাপান
২০০৪ ১৬–১৮ এপ্রিল তেহরান, ইরান  ইরান
৮–৯ মে আলমাটি, কাজাখস্তান  কাজাখস্তান
২০–২২ মে টোকিও, জাপান  জাপান
২০০৫ ২৪–২৯ মে উহান, গণচীন  ইরান  দক্ষিণ কোরিয়া  জাপান
২০০৬ ৪–৯ এপ্রিল আলমাটি, কাজাখস্তান  ইরান  কাজাখস্তান  জাপান
২০০৭ ৮–১৩ মে বিশকেক, কিরগিজস্তান  ইরান  ইরান  গণচীন
২০০৮ ১৮–২৩ মার্চ জেজু, দক্ষিণ কোরিয়া  জাপান  ইরান  জাপান
২০০৯ ২–৭ মে পাতায়া, থাইল্যান্ড  ইরান  ইরান  গণচীন
২০১০ ১২–১৬ মে নতুন দিল্লি, ভারত  ইরান  দক্ষিণ কোরিয়া  গণচীন
২০১১ ১৯–২২ মে তাশখন্দ, উজবেকিস্তান  উজবেকিস্তান  ইরান  জাপান
২০১২ ১৬–১৯ ফেব্রুয়ারি গুমি, দক্ষিণ কোরিয়া  ইরান  ইরান  গণচীন
২০১৩ ১৮–২২ এপ্রিল নতুন দিল্লি, ভারত  ভারত  দক্ষিণ কোরিয়া  গণচীন
২০১৪ ২৩–২৭ এপ্রিল নুর-সুলতান, কাজাখস্তান  ইরান  কাজাখস্তান  জাপান
২০১৫ ৬–১০ মে দোহা, কাতার  ইরান  ইরান  জাপান
২০১৬ ফেব্রুয়ারি ১৭–২১ ব্যাংকক, থাইল্যান্ড  ইরান  ইরান  গণচীন
২০১৭ ১০–১৪ মে নতুন দিল্লি, ভারত  ইরান  ইরান  জাপান
২০১৮ ২৮ ফেব্রুয়ারি – ৪ মার্চ বিশকেক, কিরগিজস্তান  উজবেকিস্তান  কাজাখস্তান  গণচীন
২০১৯ ২৩–২৮ এপ্রিল শিআন, গণচীন  ইরান  ইরান  জাপান
২০২০ ১৮–২৩ ফেব্রুয়ারি নতুন দিল্লি, ভারত  ইরান  ইরান  জাপান
২০২১ ৬–১১ এপ্রিল আলমাটি, কাজাখস্তান

দল

দেশ ফ্রিএস গ্রি-রো না-ফ্রি মোট
 ইরান ২৭ ১৩ ৪০
 জাপান ১৫ ১৭
 দক্ষিণ কোরিয়া ১০ ১০
 গণচীন
 কাজাখস্তান
 উজবেকিস্তান
 ভারত

সার্বিক পদক সারণী

শুরু থেকে ২০২০ সালে অঅনুষ্ঠিত এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সার্বিক পদক গণনা:

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 ইরান২০৫৮২১১৫৪০২
 জাপান১২৫১১১১৩২৩৬৮
 দক্ষিণ কোরিয়া৮৩৭৪১১৬২৭৩
 কাজাখস্তান৬৯৭১১২৯২৬৯
 চীন৬৫৬৮১১৮২৫১
 উজবেকিস্তান৪৫৪৬৭৪১৬৫
 উত্তর কোরিয়া৩৫৩৬৩৫১০৬
 মঙ্গোলিয়া২৫৭১৯৯১৯৫
 কিরগিজস্তান২২৩৫৬৭১২৪
১০ ভারত১৮৬৭১০৫১৯০
১১ সিরিয়া
১২ চীনা তাইপেই১৩১৭৩১
১৩ পাকিস্তান১৮
১৪ তাজিকিস্তান১৩২১
১৫ ইরাক১১১৪
১৬ তুর্কমেনিস্তান
১৭ বাহরাইন
 যুক্তরাষ্ট্র (অতিথি)
১৮ ভিয়েতনাম১২১৭
১৯ থাইল্যান্ড
২০ জর্ডান
২১ কাতার
২২ ফিলিপাইন
মোট (২২টি জাতি)৭০৩৭০৫১০৬৫২৪৭৩

তথ্যসূত্র

  1. "Kazakh Wrestler Wins Gold at Asian Wrestling Championships"। আস্তানা টাইমস। ৩ মে ২০১৪। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.