এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ
এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েটেড রেসলিং কমিটি (এএডাব্লিউসি) কর্তৃক আয়োজিত কুস্তির বা রেসলিংয়ের এশিয়া মহাদেশীয় প্রতিযোগিতা।
১৯৭৯ সালে এই চ্যাম্পিয়নশিপ তথা পুরুষদের প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে ১৯৯৬ সালে সর্বপ্রথম নারীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়।[1]
প্রতিযোগিতা
দল
দেশ | ফ্রিএস | গ্রি-রো | না-ফ্রি | মোট |
---|---|---|---|---|
ইরান | ২৭ | ১৩ | ০ | ৪০ |
জাপান | ১ | ১ | ১৫ | ১৭ |
দক্ষিণ কোরিয়া | ০ | ১০ | ০ | ১০ |
গণচীন | ০ | ০ | ৮ | ৮ |
কাজাখস্তান | ০ | ৫ | ০ | ৫ |
উজবেকিস্তান | ৪ | ১ | ০ | ৫ |
ভারত | ১ | ০ | ০ | ১ |
সার্বিক পদক সারণী
শুরু থেকে ২০২০ সালে অঅনুষ্ঠিত এশীয় রেসলিং চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সার্বিক পদক গণনা:
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ইরান | ২০৫ | ৮২ | ১১৫ | ৪০২ |
২ | জাপান | ১২৫ | ১১১ | ১৩২ | ৩৬৮ |
৩ | দক্ষিণ কোরিয়া | ৮৩ | ৭৪ | ১১৬ | ২৭৩ |
৪ | কাজাখস্তান | ৬৯ | ৭১ | ১২৯ | ২৬৯ |
৫ | চীন | ৬৫ | ৬৮ | ১১৮ | ২৫১ |
৬ | উজবেকিস্তান | ৪৫ | ৪৬ | ৭৪ | ১৬৫ |
৭ | উত্তর কোরিয়া | ৩৫ | ৩৬ | ৩৫ | ১০৬ |
৮ | মঙ্গোলিয়া | ২৫ | ৭১ | ৯৯ | ১৯৫ |
৯ | কিরগিজস্তান | ২২ | ৩৫ | ৬৭ | ১২৪ |
১০ | ভারত | ১৮ | ৬৭ | ১০৫ | ১৯০ |
১১ | সিরিয়া | ৪ | ২ | ২ | ৮ |
১২ | চীনা তাইপেই | ১ | ১৩ | ১৭ | ৩১ |
১৩ | পাকিস্তান | ১ | ৯ | ৮ | ১৮ |
১৪ | তাজিকিস্তান | ১ | ৭ | ১৩ | ২১ |
১৫ | ইরাক | ১ | ২ | ১১ | ১৪ |
১৬ | তুর্কমেনিস্তান | ১ | ২ | ৫ | ৮ |
১৭ | বাহরাইন | ১ | ০ | ১ | ২ |
– | যুক্তরাষ্ট্র (অতিথি) | ১ | ০ | ০ | ১ |
১৮ | ভিয়েতনাম | ০ | ৫ | ১২ | ১৭ |
১৯ | থাইল্যান্ড | ০ | ২ | ০ | ২ |
২০ | জর্ডান | ০ | ১ | ৪ | ৫ |
২১ | কাতার | ০ | ১ | ০ | ১ |
২২ | ফিলিপাইন | ০ | ০ | ২ | ২ |
মোট (২২টি জাতি) | ৭০৩ | ৭০৫ | ১০৬৫ | ২৪৭৩ |
তথ্যসূত্র
- "Kazakh Wrestler Wins Gold at Asian Wrestling Championships"। আস্তানা টাইমস। ৩ মে ২০১৪। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.