এলজি কর্পোরেশন
এলজি কর্পোরেশন(Korean: 주식회사 LG),পুরাতন নাম লাকি-গোল্ড (Korean: Leogki Geumseong (럭키금성/樂喜金星)) দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান। এটি দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম কর্পোরেশন। স্যামসাং গ্রুপ, হুন্দাই মোটরস গ্রুপ, এসকে গ্রুপ এর পর এর অবস্থান।
ধরন | পাবলিক |
---|---|
শেয়ারবাজার প্রতীক | KRX: 003550 |
আইএসআইএন | KR7003551009 |
শিল্প | Conglomerate |
প্রতিষ্ঠাকাল | জানুয়ারি ৫, ১৯৪৭ |
প্রতিষ্ঠাতা | Koo In-hwoi |
সদরদপ্তর | সিউল, দক্ষিণ কোরিয়া |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | ইলেক্ট্রনিক্স, কেমিক্যাল, টেলিকমিউনিকেশন্স, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিদ্যুত উৎপাদন |
আয় | মার্কিন $১৪৩ Billion (2012)[1] |
কর্মীসংখ্যা | 220,000 (2012)[1] |
অধীনস্থ প্রতিষ্ঠান | এলজি ইলেক্ট্রনিক্স এলজি ডিসপ্লে এলজি টেলিকম এলজি কেম এলজি লাইফ সায়েন্সেস এলজি সোলার এনার্জি |
ওয়েবসাইট | www |
লগো
এলজির লগো LG কে একটি মানুষের মুখের হাসির মতো একটি বৃত্তে উপস্থাপন করে।[2][3]
- প্রথম লগো ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত
- ২০১৫ সালের নতুন লগো
তথ্যসূত্র
- "LG overview"। .lgcorp.com। ২০১৩-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০৭।
- "Our Brand"। LG Electronics। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩।
- "LG Logo: Design and History"। FamousLogos.net। ২০১২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১২।
বহিঃসংযোগ
- উইকিমিডিয়া কমন্সে LG Group সম্পর্কিত মিডিয়া দেখুন।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট —(ইংরেজি ভাষায়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.