এর্নস্ট বরিস কাইন
এর্নস্ট বরিস কাইন (জার্মান: Ernst Boris Chain) একজন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ। তিনি ১৯৪৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
স্যার এর্নস্ট বরিস কাইন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১২ আগস্ট ১৯৭৯ ৭৩) ক্যাসলবার, আয়ারল্যান্ড | (বয়স
নাগরিকত্ব | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | Friedrich Wilhelm University |
পরিচিতির কারণ | পেনিসিলিন |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, 1945 |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইম্পেরিয়াল কলেজ লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় Istituto Superiore di Sanità |
জীবনী
কাইন ১৯০৬ সালের ১৯ জুন বার্লিনে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স এর অধীনে ফসফোলিপিড নিয়ে কাজ শুরু করেন। তিই ১৯৩৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর রোগতত্ত্বের প্রভাষক নিযুক্ত হন।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.