এরিক ডব্লিউ. ওয়াইস্টাইন

এরিক ডব্লিউ. ওয়াইস্টাইন (১৮ মার্চ ১৯৬৯) একজন বিশ্বকোষ রচয়িতা যার হাত ধরে ম্যাথওয়ার্ল্ডের সূত্রপাত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই লেখক সিআরসি কনসাইস এনসাইক্লোপিডিয়া অব ম্যাথমেটিক্সেরও রচয়িতা যিনি এখন ওলফ্রাম রিসার্চ ইনকর্পোরেটেডের হয়ে কাজ করছেন এবং ম্যাথওয়ার্ল্ডের পাশাপাশি সায়েন্সওয়ার্ল্ডেরও দেখভাল করছেন।

এরিক ডব্লিউ. ওয়াইস্টাইন
জন্ম (1969-03-18) ১৮ মার্চ ১৯৬৯
ব্লুমিংটন, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনকর্নেল বিশ্ববিদ্যালয় (বিএ), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (এমএস এবং পিএইচডি)
পরিচিতির কারণম্যাথওয়ার্ল্ড, সায়েন্সওয়ার্ল্ড, সিআরসি কনসাইস এনসাইক্লোপিডিয়া অব ম্যাথমেটিক্স
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগ্রহসম্পর্কীয় জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত
প্রতিষ্ঠানসমূহওলফ্রাম রিসার্চ
ডক্টরাল উপদেষ্টাডিউই মুলেমান

পেশাজীবন

অন্যান্য বৈজ্ঞানিক অবদান

২০১৪ সালে তাকে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়নের অবদানকারী গ্রুপ গ্লোবাল ডিজিটাল ম্যাথমেটিক্স লাইব্রেরির একজন সদস্য করা হয়।[1]

তথ্যসূত্র

  1. "The Global Digital Mathematical Library Working Group"। সেপ্টেম্বর ২১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২২, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.