এরিক এফ উইস্কাস
এরিক এফ উইস্কাস (জন্ম: ৮ জুন, ১৯৪৭) একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ১৯৯৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
এরিক এফ উইস্কাস | |
---|---|
![]() Eric F. Wieschaus | |
জন্ম | সাউথ বেন্ড, ইন্ডিয়ানা | ৮ জুন ১৯৪৭
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | নটরডেম বিশ্ববিদ্যালয় Yale University |
পরিচিতির কারণ | embryogenesis |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৫ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | developmental biologist |
প্রতিষ্ঠানসমূহ | প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
Robert Wood Johnson Medical School |
জন্ম ও শিক্ষাজীবন
উইস্কাস ১৯৬৯ সালে নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ১৯৭৪ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পুরস্কার ও সম্মাননা
- নোবেল পুরস্কার, (১৯৯৫)
তথ্যসূত্র
বহি:সংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.