এম জি রামচন্দ্রন নগর
এম জি রামচন্দ্রন নগর বা এম জি আর নগর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের কে কে নগরের নিকটবর্তী একটি লোকালয়৷[1] এটি ব্যস্ততর সবজি ও মাছের বাজারের জন্য পরিচিত৷[2] তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী মরুতুর গোপালন রামচন্দ্রনের নামে লোকালয়টি নামাঙ্কিত৷
এম জি রামচন্দ্রন নগর | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
![]() ![]() এম জি রামচন্দ্রন নগর ![]() ![]() এম জি রামচন্দ্রন নগর | |
স্থানাঙ্ক: ১৩.০৩৬৩° উত্তর ৮০.২০১৪° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই জেলা |
মহানগর | চেন্নাই |
ওয়ার্ড | ১৩৭ ও ১৩৮ |
সরকার | |
• শাসক | চেন্নাই পুরনিগম |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৮৩ |
লোকসভা নির্বাচন কেন্দ্র | চেন্নাই দক্ষিণ |
বিধানসভা নির্বাচনকেন্দ্র | বৃকমবক্কম |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | চেন্নাই পুরসভা |
ওয়েবসাইট | www |
অবস্থান
এম জি রামচন্দ্রন নগর কলাজ্ঞ করুণানিধি নগরের দক্ষিণভাগে আন্না সালাইয়ের দক্ষিণে অবস্থিত৷ এর উত্তরে রয়ছে কে কে নগর, পশ্চিম দিকে রয়েছে নেষবক্কম, দক্ষিণে রয়েছে আদিয়ার নদী এবং দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে জাফরখানপেট৷
পরিবহন
কে কে নগরগামী বা সেখাান থেকে রওনা হওয়া প্রতিটি এমটিসি বাস এম জি রামচন্দ্রন নগর অতিক্রম করে৷ এখানে এমজিআর নগর মার্কেট, দত উড়িপি স্টপ ও অজন্তা স্টপ নামে আন্না সালাইয়ের ওপর তিনটি বাসস্টপ আছে৷[3] এম জি আর নগর পুলিশ স্টেশন (আর১০) বেঙ্কটরমন রোডের ওপর অবস্থিত৷[4]
তথ্যসূত্র
- "For residents of MGR Nagar, a Black Sunday"। TheHindu। ১৯ ডিসেম্বর ২০০৫। ১১ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২।
- "Residents appeal for public health centre"। The Hindu। ৩১ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২।
- V. Soundararani (২৭ নভেম্বর ২০০৮)। "Corporation removes encroachments on Anna Main Road"। Arcot Road Times। ৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১২।
- Shoba Srikanth (২ এপ্রিল ২০১০)। "MGR Nagar police officers host meeting with residents"। Arcot Road Times। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১২।