এম এ হামিদ
এম এ হামিদ (২৫ জুলাই ২০০৮ সালে মারা যান) বাংলাদেশী ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন । তিনি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা।[1] আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০০৬ সালে সংগঠক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন। [2]
এম এ হামিদ | |
---|---|
মৃত্যু | ২৫ জুলাই ২০০৮ ৭৬) ঢাকা, বাংলাদেশ | (বয়স
সার্ভিস/ | বাংলাদেশ সেনাবাহিনী |
পদমর্যাদা | লেফটেন্যান্ট কর্নেল |
দাম্পত্য সঙ্গী | রাণী হামিদ |
সন্তান | কায়সার হামিদ |
পেশা
হামিদ পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৫ সালে ১২তম দীর্ঘ মেয়াদী কোর্সে কমিশন পেয়েছিলেন; স্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। [3] এম এ হামিদ ''তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা'' নামে একটি বই লেখেন। [3][4][5]
ব্যক্তিগত জীবন
এম এ হামিদের স্ত্রী রাণী হামিদ তিনি বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার। তাদের জ্যেষ্ঠ পুত্র কায়সার হামিদ বাংলাদেশের একজন কৃতি ফুটবলার। তিনি মোহামেডান স্পোর্টিং-এর হয়ে আশির দশক ও নব্বইয়ের দশকে খেলতেন। সে আমলের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার-দের অন্যতম। দীর্ঘদিন মোহামেডান দলের দলনেতা ছিলেন। বাংলাদেশের জাতীয় দলেও অনেকদিন খেলেছেন।[1] দ্বিতীয় ছেলে সোহেল হামিদ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়ন ছিলেন এবং সবচেয়ে ছোট মেয়ে ববি হামিদ ফুটবল খেলোয়াড় ছিলেন।[1]
তথ্যসূত্র
- "Noted sportsman MA Hamid dies at 76"। bdnews24.com। ২০০৮-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "Local Snippets"। The Daily Star। ২০০৭-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "How Gen Zia took the helm of army"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৯।
- "ইতিহাসের পাতায় জিয়া-মঞ্জুর-এরশাদ ত্রয়ী"। NTV Online। ২০১৯-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৯।